যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত প্রদান এবং অবিলম্বে তা কার্যকরের দাবিতে, কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল সহ অন্যান্য বামপন্থী সংগঠন গুলোর ডাকে দেশব্যাপী হরতাল পালনের আহবানে, লিফলেট বিতরণ ও মাইকিং করে প্রচারনা চালানোর সময় "বামপন্থী" দলগুলোর নেতা কর্মীদেরকে "ছাত্রলীগ ক্যাডাররা" অতর্কিত হামলা করে বেধড়ক পিটিয়েছে...
তার মানে কি এই দাঁড়ালো যে - ক্ষমতাসীন দলের লোকজন চাচ্ছে "যুদ্ধাপরাধের বিচার এবং রায় কার্যকর" প্রক্রিয়া আরও বিলম্বিত হোক...?? যাতে করে মহাজোট সরকার শাসনামলের বাকি সময়টুকুতে মামলাগুলো অমীমাংসিতই থেকে যায়...!!
কারণ, একবার বিষয়টা মীমাংসিত হয়ে গেলে (বিচার হয়ে গেলে) নির্বাচনী বৈতরণী পার হতে, নতুন প্রজন্মের সামনে আবারো "যুদ্ধাপরাধীদের বিচার"-এর নামে "আবেগী মুলা" ঝুলিয়ে, নতুন করে আর ফায়দা লুটতে পারবে না "মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসায়ী" এই আওয়ামী ব্যাপারী-রা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


