অশরীরী সময়ের দাগ,
সন্ধ্যার চাদর মোড়া
অনন্ত আকাশে যে দৃষ্টি
সেখানে ক্রোধ নেই, হতাশা নেই, দুঃখ নেই
জলার গাঁয়ে জেগে ওঠে মরা আলো হঠাৎ
যেন পৃথিবীর সব পাখি আজ অরন্যের দিকে
পাতাঝড়া সব গাছ যেন খবর আনছে কিছু নতুন
যেন টুকরো টুকরো তুলো মেঘ ওরা দূরে, সরে যায়
রাস্তারা যেখানে শেষ হয়
সেখানে রাত্রির অবিরাম চলাচল;
আর এই সন্ধ্যার প্রথম নক্ষত্রের দিকে তাকিয়ে
আমার কিছু অনুচ্চারিত ধ্বনিদল হাত বাড়িয়ে দেয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




