আমি আরিফ, সামহোয়ার ইন ব্লগে আমি নত ন। হাঁ আমি লিখি জনকনঠ , ও অন্যান্য পত্রিকায়। এখানে আমি লিখব অন্য বিষয়ে। চলার পথে চোখে দেখা নানা সমস্যা, অন্যায়, অসঙ্গতি, অবক্ষয় এসব নিয়েই লিখব আপনারাও আমার সাথে থাকবেন। লেখার সমালোচনা করবেন ভালো লাগলে বলবেন, খারাপ হলে বলবেন, মনতব্য করবেন। কিন্তু একটা কথা কি চারপাশে এত অন্যায় অবক্ষয় কিন্তুপ্রতিবাদ করা রমত সাহসী লোক খুব কমই আছে, মধ্যবিত্ত সুলভ মানসিকতায় গাঁবাচাতে বাচাতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু আমাদের ফেরার পথ নেই তাই এগিয়ে আসতে হবে আমাদেরই, হতে পারে সামহোয়ার ইন ব্লগনেট সেরকমই একটি প্লাটফর্ম
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৬ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




