জনগনের অর্থায়নে যেইসব রাষ্ঠ্রপালিত মানবপ্রজাতি আমাদের জীবনের সাথে বিশেষভাবে জরিত পুলিশ তাহাদের মধ্যে অন্যতম । ঘুষ তাহাদের প্রধান খাদ্য । ঘুষজাতীয় ভিটামিন সমৃদ্ধ খাবারের লোভ দেখাইতে পারিলে সহজেই তাহারা পোষ মানিয়া লয় এবং অনুগত হইয়া উঠে । সমাজে তাহাদের লাজ-শরমের খুব একটা বালাই নেই । হাত পেতে ভিক্ষুকের মতো ঘুষ নিতে একটুও লজ্জাবোধ নেই । বাঙালী পরিভাষায় পুলিশ নিয়ে অনেক প্রবাদ -প্রবচন শুনিতে পাওয়া যায় । উদাহারণ হিসাবে ; ''মাছের রাজা ইলিশ,ডাঙায় রাজা পুলিশ'' উল্লেখ করিবার মতো । এই রাষ্ঠ্রপালিত প্রানীরা দেশের জন্মলগ্ন থেকে সাধারণ জনগনের তেমন উপকারে না আসিলেও অনেকের কষ্টের কারণ হইয়া দেখা দেয় । তেমনি এক হতভাগা মাহাবুরের কথা বলিতেছি । যশোরের কেশব পুর থানার এসআই রবিউল ইসলামের স্ত্রী লিপিকা হোসেনের মোবাইলে রিং যাওয়ার ফলে মাহাবুর ( 16 ) নামের এক যুবককে থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করিয়াছে । মাহাবুর তাহার মোবাইল সেট 01724200178 নাম্বার থেবে অন্য একটি নাম্বারে কথা বলিবার জন্য রিং দেয় । কিন্তুঅসাবধানতা বশত ঃ উক্ত দারোগার স্ত্রীর মোবাইলে রিং যাওয়ার কারণে দারোগা রবিউল ক্ষিপ্ত হইয়া ওই দিনই নিরীহ মাহাবুরকে তাদের বাড়ি থেকে আটক করিয়া নির্দয় ভাবে নির্যাতনের পর শেষে যশোর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করিয়াছে । ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছে । আসুন আমরা দারোগা রবিউলের মহিয়সি বউয়ের জন্য প্রাণ ভরে আশীর্বাদ করি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



