অতঃপর,

০ শাইত্বান আপনাকে বলবেনা যিনা কর, কিন্তু সে আপনাকে বলবে, মহিলাদের দিকে নিশ্চিন্তে তাকাও, এতে গুনাহ নেই। তাদের ব্যাপারে আলোচনা কর, (যদিও সাহাবীরা এমন করেননি) যা অন্তরের কু-বাসনাকে জাগ্রত করে এবং যতক্ষন না আপনি তাক্বওয়ার (আল্লাহর প্রতি ভয়) সর্বোচ্চ সীমা অতিক্রম না করেন এবং নিজেকে নিকৃষ্ট গুনাহর (যিনা) কাজে খুঁজে পান।
০ শাইত্বান আপনাকে বলবেনা যে, তাহাজ্জুদ পড়না কিন্তু সে আপনাকে বলবে, পেট ভরে খাও এবং এর ফলে আপনার গভীর ঘুম আসবে ও তাহাজ্জুদে ওঠা কষ্টকর হবে।
০ শাইত্বান আপনাকে বলবেনা যে, গীবত (অন্যের বদনাম করা) কর, কিন্তু সে অবশ্যই আপনাকে বলবে, মানুষদেরকে ওর ব্যাপারে সাবধান কর, যতক্ষন না আপনি এর সীমা অতিক্রম করেন এবং এভাবে আপনি কারও গীবতকারী হয়ে যেতে পারেন।
০ শাইত্বান আপনাকে বলবেনা যে, অন্য কারো ইবাদাত কর, আল্লাহর সাথে শরীক কর। কিন্তু সে আপনাকে বলবে, সবাই যাকে সম্মান করে তাকে সম্মান করে, (যদিও এব্যাপারে কুরআন-হাদীসে দলীল আছে কিনা জানার চেষ্টা না করেই) এবং এটি আপনাকে ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যাবে।

০ শাইত্বান আপনাকে বলবেনা যে সত্য পথ থেকে দূরে থাক, কিন্তু সে আপনাকে ঐ ব্যক্তির দোষ-ত্রুটি গুলো দেখাবে যে এই পথের ওপর আছে এবং সে আপনাকে দেখাবে যে আপনি তার চেয়ে কত বেশী জ্ঞানী।
তার কথা-বার্তায় একটু খানি ভুল হলেই, সেটা অনেক বড় করে দেখাবে।
০ শাইত্বান আপনার কাছে মুবাহ, মাকরুহ বা তুচ্ছ কোন গুনাহ নিয়ে আসবে এবং এর দ্বারা আপনার মধ্যে বিষ ছড়াবে, যতক্ষন পর্যন্ত না এগুলো বিরাট আকার ধারন করে ও আপনার অঙ্গ-প্রত্যঙ্গ গুলো আপনার অবাধ্য হয় এবং আপনার মৃত্যু ডেকে আনে এবং ততক্ষনে অনে দেরী হয়ে যাবে।
অতএব
দ্বীনের ইলম অর্জন করুন, যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফারয। এবং আল্লাহর সাহায্য চান এবং শাইত্বানের চক্রান্ত জানেনম এ নিয়ে গবেষনা করেন আর সাবইকে তা জানান ও এসব থেকে দূর থাকেন এবং সঠিক পথ অনুসরন করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




