সন্ধ্যার পর বাসে করে ক্যাম্পাসে ফিরছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাসে প্রচুর ভিড়। অনেকেই দাড়িয়ে আছেন। এর মধ্যেও একজন দুটি সিট রেখে দিয়েছেন তার বন্ধুদের জন্য। উনি ফজলুল হক হলের সামনে দিয়ে গাড়িতে উছেছেন আর ওনার বন্ধুদ্বয় উঠবেন আসাদগেট থেকে। এর মাঝে শাহবাগ থেকে একজন উঠলেন। তিনি অনুরোধ করলেন একটি সিট ছেড়ে দেওয়ার জন্য। না তিনি ছাড়বেন না। অবশেষে ভদ্রলোক দাড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আলাদাভাবে আরও দুইজন একই অনুরোধ করলেন। কিন্তু তিনি সিট ছাড়বেন না। এ সিদ্ধান্তে অটল তিনি। অবশেষে সায়েন্স ল্যাব থেকে উঠলেন এক জন। তিনি সিট ছেড়ে দেয়ার অনুরোধ করলে এবারও প্রত্যাখ্যান করলেন সিটওয়ালা! অবশেষে তর্ক শুরু।
- ভাই কোথা থেকে উঠবে আপনার লোক?
- আসাদগেট থেকে।
- এটা কোন সিস্টেম না। আমরা আগে গাড়িতে উঠে দাড়িয়ে থাকব আর আপনি আপনার বন্ধুদের জন্য সিট ধরে রাখবেন।
- কেন? এরকম তো অনেকেই রাখে।
- তা যে রাখে রাখুখ। আমাকে বসতে দিন।
এই বলে সিটের উপর রাখা ব্যাগ ঠেলে বসে পড়লেন তিনি।
ওদিকে সিটওয়ালা চুপচাপ। কিছুক্ষণ পরে আরেক ভদ্রলোক উঠে তিনিও ব্যাগ উঠিয়ে বসে পড়লেন।
এভাবেই বন্ধুর জন্য রাখা সিট হারাতে হল বেচারার!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




