কয়েকদিন আগের কথা। সকালে একটা টিউটোরিয়াল থাকায় অফিসে আসতে ১ টা বেজে গিয়েছিল। বাসে প্রেসক্লাবের সামনে দিয়ে আসার সময় লক্ষ করলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা বিভিন্ন দাবিতে মানববন্ধন পালন করছেন। কেউ ট্রেড ইউনিয়নের অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে ফেস্টুন ধারণ করছেন। আবার কেউবা ৭ম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানিয়ে গায়ে পোস্টার ধারণ করে দাড়িয়ে ছিলেন।
এসময় একটি বিষয় আমার দৃষ্টিগোচর হল যে, যারা ওয়েজবোর্ড বাস্তবায়ণের দাবি সম্বলিতপোস্টার ও ফেস্টুন ধারণ করছেন, তারা কেউ কেউ পত্রিকা কিংবা সংবাদ সংস্থার মালিক সম্পাদক। কিন্তু তার নিজ হাউজের রিপোর্টার কিংবা কর্মীদের ওয়েজবোর্ড তো দূরের কথা, নিম্মতম মজুরীটুকুও দেন না। অথচ তারাই আবার পোস্টার ধারণ করে আছেন- ৭ম ওয়েজোর্ড নিয়ে চক্রান্ত চলবে না। ঘটনাক্রমে ঐ লোক আমার খুবই পরিচিত। আমি মাত্র দুই মাস আগেও তার হাউজে কাজ করেছি। সেখানে একজন স্টাফ রিপোর্টার হিসেবে বেতন দিত ২০০০ টাকা। আর কাজ করতাম নির্বাচন কমিশন বিটে। হায়রে! কতই না স্ববিরোধিতা!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




