ইচ্ছে ঘাতক, ঘুম পলাতক - রাতের কথন নিচ্ছে কেড়ে
নতুন করে বাঁচতে শিখি এই সময়ে... আমায় মেরে...
গুপ্ত পথে সুপ্তি ভেঙে আগলে রাখো তপ্ত মাথা,
নোনতা জলে আদর গলে ভিজে গেছে বালিশ – কাঁথা।
খুব কাছে নেই ওষ্ঠযুগল, তাতে কি যায় আসে?
কিছু কিছু নৌকো - জাহাজ ডুবে গিয়েও ভাসে।
আর কিছু নেই অঞ্জলিতে হাতের মুঠো খালি
দুহাত ভরে রাখতে পার রক্ত জবার ডালি।
ঢের হয়েছে মিথ্যে কথন অনেক গাঁজাখুরি,
অবশেষে খুন হয়ে যায় অধরা মাধুরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


