![]()
সময়, তোমার শরীরে কলঙ্ক
কাটাকুটি খেলে দিনরাত।
কুয়াশার বুক ঠেলে এগিয়ে আসে অন্ধকার।
শরীরে তোমার শ্যাওলা পঁচা সবুজ
এখানে ওখানে শামুক খুঁটে খায়।
সময়, তোমার বুকে কাঁটাঝোপ;
গৃহবন্দি করেছে কেউটে অলস প্রহর।
তোমার কষ্টের ঝাঁক বাড়ি ফেরে
অসময়ে একমুখী উড়ান।
তুমি নিজেকে পুড়তে দ্যাখো
অতঃপর স্ফুলিঙ্গের শবঘর বিছানায়।
ডুব দাও লাভাঝরানো
লাল সাগরের জলে।
সময়, তোমার মুখবিবর
গলে গলে কুৎসিত হয়ে যায়।
তুমি আজ নষ্ট।
মগজে- তন্ত্রে অস্থির অথচ নিপাট কষ্ট
সহজাত বেশভূষায় নৈমিত্তিকতায় মগ্ন।
কবে যেন হাত ছেড়ে গ্যাছে
বিহঙ্গ মত্ততায় মেহগনি সন্ধ্যা।
খুচরো নীলের আস্বাদ চোখে মেখে
এখনও জানলার গরাদের বাইরে
নিথর ফেলে রাখো খয়েরি দৃষ্টি-
যেখানে আসার কথা ছিল আরেকটা অপরিচিত সময়ের।
আততায়ী সূর্যালোকে
ফিরে ফিরে আসে ঝাঁকে ঝাঁকে একমুখী উড়ান।
তোমার কষ্টরা তোমাকেই খুঁজে পায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


