![]()
সেই বিকেলে চোখের নীচে আলো ছিল,
বুকে ছিল গোলাপ ফুলের পাপড়ি রাঙা;
অল্প তবু গল্পগুলো ভালো ছিল,
এখন শুধু শব্দ শুনি হৃদয় ভাঙার।
ভাঙবেই যদি কাঁচপৃথিবী, দেরি কেন?
এখন আমার চোখের নীচে বড্ড কালি;
গোলাপ পচা সমুদ্রতে সাঁতরে যেন
তীর খুঁজেছি; চোখে এখন নোনা বালি।
বইয়ের খাঁজে অনেকগুলো চিঠি ছিল
সন্ধ্যা তখন চিনত আমায় অন্য নামে;
শব্দগুলো সিঁড়ির ধাপে জানিয়ে দিল-
চোখের জল বিকোচ্ছে আজ সস্তা দামে।
মনখারাপের ইস্টিশনে লেট হয়ে যায়,
ধোঁয়ার মেঘে নিভে গ্যাছে জোনাক বাতি;
বাদাম রঙা কষ্টগুলো সেই খুঁজে পায়
এরাই আমার নিত্যদিনের পথের সাথী।
ট্রেন এসে যায় ছ’টা-দশে কাঁটায় কাঁটায়,
জানলাতে যে মুখটা সেটা ভীষণ চিনি;
ট্রেন চলে যায় মনখারাপের জোয়ার-ভাটায়
পরস্পরের কাছে আমরা বড্ড ঋণী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


