▼ ▼ কালকে রাতে সবার যে কি হইল বুঝলাম না, হটাৎ দেখি ব্লগের সবাই ভাব নিতে নিতে বেস্থ!
বুয়েটিয়ান, ঢা বি, বেসরকারি সবাই গনহারে ভাব মারতাসে। এই সুজুগে দেখি প্রাথমিক ওপ্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের স্বাক্ষরজ্ঞানসম্পন্ন পুলাপাইনও চান্সে ভাব নিয়া গেলু।
আমি অবশ্য সব পুষ্টেই ভাব নিসি।
কারন-
☯ ☯ বুয়টের ভাব পুষ্ট- আমার কাজিন অখানে টিকচিল তয় সে বুয়েটে না পড়ে জাহাজে চলে আসছে। তার পক্ষ থেকে একটু ভাব নিয়াইলাম।
তাছাড়া আমার খুব প্রিয় বড়ভাই ব্লগার নষ্ট ছেলে, আসিফ মুভি পাগলা, আর বন্ধু নীল ত্রিস্তান বুয়েটে পড়ে। তাদের পক্ষ থেকেও একটু ভাব মেরে নিলাম।
☯☯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবুক পুষ্ট- অনেক বন্ধু ঢা বি তে আছে। ব্লগার বন্ধু আঁধারি অপ্সরা ছাড়াও অনেকে ওখানে আছে- তাদের পক্ষ থেকে একটু ভাব নিলাম আর কি!
☯ ☯ প্রাইভেট বিশ্ববিদ্যালয়-১ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়-২ অনেক অনেক বন্ধু বান্ধবের প্রতিনিধি হিসাবে আমিও একটু ভাব নিয়ে নিসিলাম।
☯ ☯ প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের স্বাক্ষরজ্ঞানসম্পন্ন পুলাপাইনের ভাববাদি পুষ্ট- আমার নিজের আপন ভাগিনা ভাগ্নি প্রাইমারিতে পড়ে, আমিও একদিন প্রাইমারিতে পড়ছিলাম
☯ ☯ ব্লগের ডাক্তার, হবু ডাক্তার, কবিরাজ, নার্স, হেকিম যারা আছেন আসেন আমরাও ভাব লই!!- এই পুষ্টে আমিও ভাব নিসি, কারন আমার চুটুঁ ভাই, কাজিন, আর কলেজের ১৩/১৪ জন মেদিকেলে পড়ে
☯ ☯ কারা কারা বৈদেশি ইউনিতে পড়েন, আসেন। আমরাও এট্টু ভাব মাইরা লই- পুষ্টে আমিও ভাব নিসি।
কারন বছর খানেক আগে আমি মালায়সিয়ার একটা ইউনির সামনে দিয়া হাইটটা গেসিলাম। তাই আমারও ঐ পুষ্টে ভাব মারার অধিকার আছে বলে আমি মনে করি।
▼ ▼ ব্লগে জাহাজী খুব কম।
জাহাজীপোলা, হোঁদল রাজা, সমুদ্রচারী, সািমর ইরফান - এই চার ব্লগার ছাড়া তেমন কাউকেই চক্ষে পড়ে নাই।
ব্লগে আম্রা জাহাজীরা কম বলে কি আম্রা সতন্ত্র ভাবে একটু ভাব নিতে পাব্ব না???
আম্রা একটু ভাব অবশ্যই নেব।
কারন আমাদের আছে-
☯ ☯ বিখ্যাত টিভি সিরিয়াল সিন্দাবাদ-
☯ ☯ ট্রেজার আইল্যান্ড-এর গল্প-
☯ ☯ পাইরেটস অফ কেরাবিয়ান ফিলিম-
☯ ☯ টাইটানিক ফিলিম-
☯ ☯ আর আমার চেহারাও মাসাল্লাহ খারাপ না- :#> :#>
উপরক্ত কারনে কি ব্লগের জাহাজীরা একটু ভাব মারতে পাব্ব না??
আসেন আজ আম্রা সব জাহাজীরাও একটু ভাব মারি।
================================
☠ ☠ (মনে মনে ভাবতেসি) - ব্লগে তো মাত্র ৪ জন জাহাজী, আইজ শিউর আমার পুষ্ট খা খা কর্পে
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




