ঠিক করেছি এবার ট্যাক্স রিটার্ন জমা দিব না।
আমরা প্রতি বছর এত কষ্ট করে ট্যাক্স রিটার্ন জমা দেই, তাতে লাভ কি? অফিস থেকে বেতন দেয়ার আগেই ট্যাক্স কেটে রাখে, কিছু ট্যাক্স রিবেট (কর মৌকুফ) পাওয়ার জন্য একগাদি টাকা invest করতে হয়, তারপর সারা বছরের আয়-ব্যয়ের হিসাব (ট্যাক্স রিটার্ন) কর কমিশনারের কাছে জমা দিতে হয়, এই সার্টিফিকেট নিতে আবার ১০০০ টাকা ঘুষ দিতে হয়।
আমরা যাব কোথায়?????
আর যারা ট্যাক্স দেয় না, গাদি গাদি টাকা ঘুষ খায়, জননেতা হয়ে জনগণের টাকা মেরে খায়, তাদের টাকার বৈধতা দিতে কত আয়োজন - কালো টাকা সাদা করণ। তারমানে আরো তিন বছর চাঁদাবাজি বৈধ, ঘুষ খাওয়া বৈধ, ছিনতাই বৈধ, ডাকাতি বৈধ, দলীয়করণ বৈধ, টেন্ডারবাজি বৈধ, সকল অপকর্ম বৈধ!!!!!
আমরা সাধারণ জনগণ ২৫% পর্যন্ত ট্যাক্স দেই, কত রকম কাগজ-পত্র জমা দিতে হয়, ট্যাক্স কমিশনারের ব্যবহার দেখে মনে হয় যেন করুণা করে উনি ট্যাক্স রিটার্ন জমা নিচ্ছেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




