১ জানুয়ারী ২০১০ তারিখ হতে বাংলাদেশী নাগরিকদের বিদেশ ভ্রমনের জন্য বৈদেশিক মুদ্রার বার্ষিক প্রাপ্যতা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। ঐ তারিখ হতে সার্কভুক্ত দেশ ও মায়ানমার ভ্রমনের জন্য প্রাপ্যতা ১,৫০০ মাঃ ডঃ (ঐ তারিখের আগে পর্যন্ত প্রাপ্যতা ১,০০০ মাঃ ডঃ) এবং সার্কভুক্ত দেশ ও মায়ানমার ব্যতীত অন্যান্য দেশের জন্য প্রাপ্যতা ৫,০০০ মাঃ ডঃ (ঐ তারিখের আগে পর্যন্ত প্রাপ্যতা ৩,০০০ মাঃ ডঃ)। জেনে রাখুন যে সার্কভুক্ত দেশ ও মায়ানমার ভ্রমনের জন্য ১,৫০০ মাঃডঃ ভোগ করা সত্বেও এসব দেশ ব্যতীত অন্যান্য দেশ ভ্রমনের জন্য ৫,০০০ মাঃ ডঃ ভোগ করা যাবে। আবার অন্যান্য দেশ ভ্রমনের জন্য ৫,০০০ মাঃ ডঃ ভোগ করা সত্বেও সার্কভুক্ত দেশ ও মায়ানমার ভ্রমনের জন্য ১,৫০০ মাঃডঃ ভোগ করা যাবে। অর্থাৎ আগামী বৎসর থেকে বাংলাদেশের একজন নাগরিক বিদেশ ভ্রমনের জন্য বার্ষিক মোট ৬,৫০০ মাঃ ডঃ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একই ভাবে আগামী ১ জানুয়ারী ২০১০ তারিখের আগে পর্যন্ত বিদেশ ভ্রমনের জন্য বার্ষিক প্রাপ্যতা মোট ৪,০০০ মাঃ ডঃ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




