যে কোন রেসিডেন্ট বাংলাদেশি বিদেশ ভ্রমন করে দেশে ফেরার সময় মা: ড: ৫,০০০ বা সমতুল্য বৈদেশিক মুদ্রা (বা তার কম) সাথে নিয়ে আসতে পারেন। এ জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে কোন ঘোষণা দেয়া লাগবে না। এ পরিমাণ বৈদেশিক মুদ্রা যতদিন খুশী নিজের কাছে রাখা যাবে বা পরবর্তীতে বিদেশ যাওয়ার সময় সাথে নিয়ে যাওয়া যাবে। এই বৈদেশিক মুদ্রা ব্যাংকে 'রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্ট' (RFCD Account) খুলেও জমা রাখা যাবে। ব্যাংক শুধু আপনার পাসপোর্টে বিদেশ ভ্রমনের প্রমাণ দেখতে চাইবে।
মা: ড: ৫,০০০ বা সমতুল্য বৈদেশিক মুদ্রার বেশী বৈদেশিক মুদ্রা দেশে ফেরার সময় সাথে নিয়ে এলে FMJ Form পূরণ করে তাতে কাস্টমস কর্তৃপক্ষের সই-সিল নিয়ে রাখতে হবে। যথাযথ FMJ Form না দেখাতে পারলে ব্যাংক ৫,০০০ মা:ড: বা সমতুল্য বৈদেশিক মুদ্রার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা RFCD Account এ জমা নেবে না। RFCD Account এর বিপরীতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড নেয়া যায় যা বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধে অত্যন্ত সহায়ক। এ বিষয়ে আরো বেশী জানতে আগ্রহী হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট (http://www.bb.org.bd) দেখতে পারেন।
http://www.bb.org.bd>Regulations And Guidelines>BB Related>Foreign Exchange Guideline Vol 1>Chapter6 Import and Export of Currency Notes and Coins, Foreign Exchange,Gold, Silver, Jewellery and Securities Etc., Section 1D

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




