আমরা সবাই মিলে কি পারি না আমাদের শিক্ষাঙ্গণ থেকে ধর্মঘট চিরদিনের জন্য অথবা অন্তত আগামী 10 বছরের জন্য বন্ধ করতে?
বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছে এই আবেদনের কোনই মূল্য নাই। যদি এই দাবি আদায় করতেই হয় তা হলে এখনই উপযুক্ত সময় অথর্াৎ তত্বাবধায়ক সরকারের সময়।
গতকাল (16/11/06) একজন মননীয় উপদ্দেষ্টা (সুলতানা কামাল) বলেছেন উনি চেষ্টা করছেন বিচার বর্হিভূত হত্যা বন্ধ করতে (সূত্র: বিডি নিউজ)। তাই বন্ধুরা আমরও আশাবাদী আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরাও পারব এই ধর্মঘট রোগ থেকে চিরদিনের জন্য অথবা অন্তত আগামী 10 বছরের জন্য মুক্তি পেতে। যেই রোগে ভূগতে হয়েছে এবং হচ্ছে আমাদের সবাই কে।
তাই আমরা ক-জন বন্ধু মিলে একটা উদ্দ্যোগ নিয়েছি আমাদের এই আবেদন বর্তমান সরকারের কাছে পৌছে দেবার। কিন্তু আমাদের আরো অনেক অনেক বন্ধুর প্রয়োজন। তাই সকল বন্ধুদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে, আপনারা, আপনার এবং আপনার বন্ধুও পরিবারের সদস্যদের নাম ই-মেইল করে জানান।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বিনীত,
আমরা যারা আমাদের প্রিয় স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে আর ধর্মঘট চাই না
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



