বহুদিন আগে যখন আওয়ামী লীগ আমার দেশ বন্ধ করে দিয়েছিল, তখন আজকের এই ব্লগের এই ছাগু ফাইটাররাই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠেছিল। গনমাধ্যমের গলা টিপে ধরাটা কেউই সমর্থন করে নাই। আমিও এর প্রতিবাদে একটা পোষ্ট লিখেছিলাম।
এইসব কি??!!
কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেদিন আমার ঐ পোষ্টটা লিখা ঠিক হয়। সেদিন যে সকল ছাগু ফাইটাররা আমার পোষ্টে সমর্থন দিয়েছিল, তাদের সেই সমর্থন দেওয়া উচিত হয় নাই।
আমার দেশ যে একটা জঘণ্য, দেশদ্রোহী, স্বার্থপর, নর্দমার কীটের চেয়ে নোংরা একটি প্রতিষ্ঠান, সেটা তারা প্রমাণ করে দিল।
সারা দেশ যেখানে একসুরে জেগে উঠেছে, সেখানে তারা আজ নির্লজ্জ্বের মত তাদের গোপনাঙ্গের দগদগে ঘাঁ বের করে দেখালো দেশবাসীকে।
আমার দেশের মত রাষ্ট্রবিরোধী প্রতিষ্ঠান বন্ধের দাবী জানাচ্ছি আজ। এরা সাংবাদিক নয়, এরা জানোয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




