by Hafizur Rahaman Sagar on Sunday, August 28, 2011 at 4:35pm
হাফিজুর রহমান সাগর
“ সেই মানবী ” ( ঊৎসর্গ-ফাতিমা ফারহানা )
মানুষ এতো সুন্দর হয় ?
এতো সুন্দর !
যে সৌন্দর্যের বর্ননায় কোন শব্দই যোগ্য নয়,
তাই ব্যর্থ কবি।
যখন সে সামনে আসে
চারদিক নৈঃশব্দে ডুবে যায়,
অন্য কোন দৃশ্য স্পর্শ করেনা আর ।
মনে হয় শব্দহীন এই শূন্য পৃথিবীতে
সে আর আমি প্রথম ও শেষ মানব-মানবী।
চশমার আড়ালে ঢাকা চোখ দুটি
শান্ত, বিনম্র;
যেন দিঘীর শান্ত জল ।
অথচ আমি জানিনা
কেমন সেই মানবীর কন্ঠস্বর ।
তাকে নির্নিমেষ দুদন্ড শান্তিতে দেখার
সুযোগ হয়নি আমার ।
সে আসে আমার সামনে
সময়ের ভগ্নাংশের মধ্য দিয়ে;
আমাকে ভাসিয়ে দিয়ে যায় মাঝ নদীতে।
আমাকে অস্থির করে,
করে দিশেহারা।
আমি তার চোখে চোখ রেখে শান্তি পেতে চাই,
তেিক বুঝতে চাই;
তার কন্ঠস্বরে বুদ হয়ে পথ চলতে চাই।
কোনদিন কী পূর্ণ হবে এ আশা ?
আসবে কী সে?
জানি, সে আসবে না;
তার প্রস্থান সমাগত।
হয়তো অনেক বছর পর
দেখা হবে আবার, সময়ের ভগ্নাংশের মধ্য দিয়ে;
সে আর তার সুখি পরিবার।
কিন্তুু সে তখনও জানবেনা এ অনুভূতি, তৃষ্ণা
আর বিবর্ন স্বপ্নের খবর;
কোন দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



