বার্তা২৪.নেট রিপোর্ট, ০১ অক্টোবর ২০১০
আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে লাগাতার ধর্মঘট ডেকেছে সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাসের দাম না বাড়ানো, স্টেশনে ইলেকট্রিক মিটার স্থাপনসহ সংগঠনের ৭ দফা দাবি মেনে নেয়া না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
সংগঠনের সভাপতি শফিউল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় সারাদেশের ১৪টি জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে ধর্মঘটের এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে রাজধানী ঢাকাসহ সারাদেশে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ প্রতিদিন ৬ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৬ সেপ্টেম্বর থেকে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সে সময় আন্দোলনের হুমকি দেয় সিএনজি স্টেশন মালিকরা। সিএনজি স্টেশন মালিকরা জানান, স্টেশনে গ্যাস সরবরাহ করা না হলে তারা মারাত্মক তির মুখে পড়বে এবং জনদুর্ভোগ বাড়বে।
জানা যায়, সারাদেশে সিএনজি স্টেশনের সংখ্যা ৫৮২টি এবং বর্তমানে দেশে ২ লাখেরও বেশি গাড়ি সিএনজি নির্ভর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




