বাসস, ০২ অক্টোবর ২০১০
ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের নয় সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল সপ্তাহব্যাপী সফরে আজ সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধিদলে বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রয়েছেন।
প্রতিনিধি দলে রয়েছেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, ফিনানন্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র প্রধান সম্পাদক ইহসানুল করিম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, চ্যানেল আই-এর পরিচালক ও হেড অব দ্য নিউজ শাইখ সিরাজ, প্রথম আলোর উপ-সম্পাদক সাজ্জাদ শরিফ, এটিএন নিউজের মনজুরুল ইসলাম ও কলামিস্ট মাসুদা ভাট্টি।
সফরকালে প্রতিনিধিদল বিভিন্ন সরকারি নেতৃবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভারতের শীর্ষ গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করবেন।
বাংলাদেশ সাংবাদিক প্রতিনিধিদল দিল্লি থেকে চেন্নাই ও আগ্রা সফরে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




