২১শে ফেব্রুয়ারি ২০১২...
নেই প্রভাতফেরীর কোমল নিস্তব্ধতা।
১২ টা ১ থেকে শুরু হওয়া
শাসক-মিলিটারি-পুলিশ-কর্পোরেট,
আর মাইক লাগানো বুদ্ধিজীবীদের হুংকার
আত্মা কাঁপানো এক হাসির মতো আওয়াজ তোলে।
পাহাড়ের কোলে জন্মানো শিশুর মায়ের মিষ্টি কথাগুলো
দূর থেকে দূরে মিলায় সেই হাসির গুমোট ধাক্কায়।
জাতীয়তাবাদের ছুরি হাতেএগিয়ে আসে কবন্ধ,
এক অসুস্থ আতংকে শূন্য চোখে সে চেয়ে রয়।
শীতল এক গর্জন করে সেই হাসি কথা বলে ওঠে,
'ম্যায় আভি ভি জিন্দা হু'!
গলাটা জিন্নাহর মতো শোনায়।
কবরে মুচড়ে ওঠে বরকতের লাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




