
বিরক্তিকর যতগুলো লেখা আমি জীবনে পড়েছি তার মধ্যে শ্রেষ্ঠতম হলো যে লেখাগুলো দিয়ে পার্থিব পরিবেশে আবিস্কৃত সংখ্যা পদ্ধতি ও
অনুমান নির্ভর যুক্তি-জ্ঞান দিয়ে (যা দৃশ্যমান মহাকাশ পর্যন্ত কৃত্রিম পার্থিব পরিবেশে কার্যকর) স্রষ্টাকে প্রমানের চেষ্টা। সব কিছুই “মনে
করি” দিয়ে শুরু, মিলে গেলেই ইন্জিন চালু। না মিললে হিসাব ভুল। দৃশ্যমান এবং কল্পনাকৃত মহাজগৎ পর্যন্ত আমাদের এ হিসাব-নিকাশ
ধরে নিলাম কার্যকর। তাতেও স্রষ্টার অস্তিত্ব ধরা পড়ে না। অথচ তিনি বলছেন “ আমি সর্বত্র বিরাজমান” । তাই যদি হবে , তাহলে এতো
খোজাখুজি কেন।“যিনি সর্বত্র” তাকে নির্দিষ্ট করা অসম্ভব। অর্থাৎ তিনি “আছেন” এবং “নাই” - দুটোই।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






