তানজিম সাকিব পোস্ট ডিলিট করেছে, ক্ষমা চেয়েছে।
মেহেদী মিরাজ পোস্ট ডিলিট করেছে।
তাহলে মানে কি দাঁড়ালো ?
ওদের ঈমানে ঘাটতি আছে ?
ওরা যে আকিদা নিয়েই হোক, ইসলাম পালন করলে তো পোস্ট ডিলিট করার কথা না, বিশ্বাসে অবিচল থাকলে সেই বিশ্বাস নিয়েই তো থাকার কথা।
তাহলে কি ওরা পোস্ট দিয়েছিলো বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে, এখন আবার পোস্ট ডিলিট করেছে বিশেষ উদ্দেশে ।
ব্যক্তি স্বার্থের কথা তো ইসলামে বলা হয়নি ।
ইসলাম তো কোন মধ্যপন্থা এলাউ করে না, ইসলামে অপশন দুইটা - ইয়েস অর নো ।
আজ ইয়েস, কাল নো !! এটা তো ইসলাম না ।
ওরা তো না ঘটকা, না ঘরকা ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



