একদিন কৌতুহলবশতঃ
একজন মৌলভীকে জিজ্ঞাসা করলাম
" হুজুর " জান্নাতে কে যাবে? "
হুজুর বললেন ----"একমাত্র মুসলমানরাই জান্নাত যাবে !
তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কই যাবে ?
হুজুর পুলকিত হাসি দিয়ে বললেন " সব শালারা দোজখে যাবে "
হুজুরকে কইলাম, কোন মুসলমান বেহেস্ত যাবে শিয়া না সুন্নী?"
হুজুর কহিল বেশক সুন্নী বেহেস্ত যাবে !
আচ্ছা হুজুর সুন্নী তো দুই রকমের, মুকল্লিদ আর গের-মুকল্লিদ ?
তাহলে কোন দল বেহেস্তে যাবে ?
হুজুর কহিল অবশ্যই "মুকল্লিদ"
হুজুরকে কহিলাম মুকল্লিদের তো চার ভাগ। ওদের মধ্যে কে জান্নাতে যাবে?
হুজুর কহিল হানাফি যাবে জান্নাতে, আরকিছু?"
না হুজুর মানে হানফি র তো দুটো ভাগ- দেউবন্দী আর বেরেলবী? কৌতুহল ছিল তাই বললাম !
হুজুর বলল - দেউবন্দী যাবে জান্নাতে"।
ধন্যবাদ হুজুর কিন্তু দেউবন্দী র দুটো ভাগ- হায়াতি আর মমাতি। তো এদের মধ্যে কোন দেববন্দী যদি তা যদি একটু খুলে বলেন?
এরপর হুজুর আমার দিকে বড় করে তাকালেন, আমিও ভয়ে আর প্রশ্ন করিনাই।
মনে মনে ভাবছি, আমাদের মধ্যে এতো ফ্যারকা কেন?????
সংগ্রহিতঃ
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০