


দেশের একজন বিবেকবান-শিক্ষিত নাগরিক হিসেবে আমি মনে করি, বীর মুক্তিযোদ্ধা যাঁরা শহীদ হয়েছেন, জীবিত আছেন তাঁদের সন্তান, তাঁর সন্তান, যুগ যুগান্তরে বাংলাদেশ যতদিন থাকবে সুযোগ-সুবিধা এদেশের মাটিতে ভোগ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতার মত বীরঙ্গণা মা- বোনদের যেভাবে সম্মানিত করেছেন,স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী।
বীরাঙ্গনা মা -বোন যাঁরা জীবিত আছেন, যাঁরা মৃত্যু বরণ করেছেন তাঁদের সন্তানদেরও একইভাবে সম্মানিত ও কোটাভুক্ত বেশী করা হোক।
ছাত্রলীগের নিয়ান্ত্রনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল অস্তিত্বের লড়াইয়ে, কারো সাথে পিরিত নাই,মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



