ভূতের মুখে রাম-নাম আর এরশাদের মুখে গণতন্ত্র একই কথা। আজ বলছেন, দুই দলের স্বৈরশাসন থেকে জনগণ মুক্তি চায়। দেশে নাকি গণতন্ত্রের কবর হয়েছে। তার জাতীয় পার্টি বিরোধী দলের মর্যাদা নিয়ে গণতন্ত্রকে নাকি বিকশিত করেছে!
যাই হোক এরশাদ ভিন্ন এক প্রার্থনা করলেন আজ। জীবনের ৬টি বছর কেটেছে কারাগারে। এসময় জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন নির্ধারিত সময়ের চেয়ে যেন আরও ৬ বছর তার হায়াৎ বাড়িয়ে দেয়া হয়।
রাজনীতির অঙ্গনে কিছু বিনোদনের প্রয়োজন আছে। তাই এরশাদেরা চিরকাল বেঁচে থাকুক আমাদের মাঝে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




