সব পেশার মধ্যেই চ্যালেঞ্জ আছে। তবে সাংবাদিকদের ঘরে-বাইরে অনেক বেশি চ্যালেঞ্জ ফেইস করতে হয়। আমি কতগুলো চিহ্নিত করেছি। এরমধ্যে অনেকের আপত্তি থাকতে পারে। সংযোজন-বিযোজন থাকলে বলতে পারেন। সবকিছু সবার জন্য প্রযোজ্য নয়।
১। সাংবাদিকদের কাছে কেউ সহজে বাড়িভাড়া দিতে চান না।
২। ব্যাংক লোন দেয় না। (বাংলাদেশ ব্যাংকের নাকি নির্দেশনা আছে)
৩। মেয়ের বাপ মেয়ে বিয়ে দিতে চান না।
৪। সাংবাদিকরা অসম্ভব রকমের আড্ডাবাজ ও ভবঘুরে টাইপের। এজন্য পরিবারের প্রতি কিছুটা উদাসীন।
৫। অন্ধকার জগতের (নেশা-নারী) সঙ্গে যোগাযোগ থাকায় সাংবাদিকদের অনেকে খারাপ চোখে দেখেন।
৬। চাকুরীর কোন গ্যারান্টি নাই। আজ আছে তো কাল নাই। মিডিয়া হাউজ যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
৭। নিয়মিত বেতন হয় না অনেক হাউজে।
৮। জীবনের ওপর নানা মাধ্যম (পাবলিক/প্রাইভেট) থেকে হুমকি আসতে পারে।
৯। সবাই যখন অফিস শেষে ঘরে ফেরে, সাংবাদিকদের অফিস তখন শুরু হয়।
১০। সাংবাদিকরা রাস্তায় চলে বাঘের মত (খুব ক্ষমতা) । আর নিজ অফিস ও বাসায় বেড়াল।
১১। সাংবাদিকরা মেয়েদের কাছে সাংবাদিক হিসেবেই জনপ্রিয়। জামাই হিসাবে নয়।
এত চ্যালেঞ্জ সত্ত্বেও সমাজে সাংবাদিকদের অবস্থান ওপরের কাতারে। আমরা হলাম বুদ্ধিজীবী। ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস। প্রাউড টু বি এ জার্নালিস্ট।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




