ছবি - abcnews.go.com
উৎসর্গ ও প্রেক্ষাপট - রাজিব নুর ভাইকে এবং তার লেখা ধর্ম থেকে দূরে থাকুন, ভালো থাকুন পোস্টের প্রেক্ষাপটে - লিংক - Click This Link
২০২৩ সালের জানুয়ারি থেকে ফ্রান্সের তরুণ তরুণী বা যুবক-যুবতীদের বিনামূল্যে কনডম দেবে ফ্রান্স সরকার। যৌনতা থেকে সংক্রমণ রোধ বা কমানো এবং মেয়েদের অনাকাঙ্খিত গর্ভধারণ ঠেকাতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। ফলে তারা আশপাশে থাকা ওষুধের দোকান থেকেই এই জন্মনিরোধক কনডম সংগ্রহ করতে পারবেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত বৃহস্পতিবার (০৮/১২/২০২২) এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আহা কি আনন্দ

ফরাসি প্রেসিডেন্ট বলেন, "আগামী জানুয়ারি থেকেই ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীরা ওষুধের দোকান থেকে বিনামূল্যে কনডম সংগ্রহ করতে পারবেন"। এ পদক্ষেপকে তিনি প্রতিরোধের ছোট বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, "যৌনশিক্ষার বিষয়ে দেশে নানা চ্যালেঞ্জ রয়েছে। যৌনশিক্ষার বিষয়ে খুব ভাল জানি না। বাস্তবতা অনেক আলাদা। এটি এমন একটি বিষয়, যেখানে আমাদের শিক্ষকদের আরও ভালভাবে

বার্তা সংস্থা এএফপি বলেছে, ২০২০ ও ২০২১ সালে ফ্রান্সে যৌন সম্পর্ক থেকে সংক্রামক রোগের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই হার কমাতে এ বছর শুরুর দিকে সরকার ২৫ বছরের কম বয়সী সব নারীকে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দেয়। এবার ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনা মূল্যে কনডম দেওয়ার ঘোষণা দিল সরকার। এর আগে ২০১৮ সালে যারা চিকিৎসক বা মিডওয়াইফের পরামর্শপত্র নিয়ে ফার্মেসি থেকে কনডম কিনেছিলেন, তাদের সবাইকে ওই কনডম কেনার অর্থ একটি উদ্যোগ নিয়ে ফেরত দেয়া শুরু করে সরকার। প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, আগের জারি করা স্বাস্থ্য পরিসেবার পাশাপাশি এখন ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কনডম দেওয়ার পরিসেবা চলমান থাকবে। এ ছাড়া ফার্মেসি থেকে দেশের সব নারীও বিনামূল্যে জন্মনিরোধক পাবেন এবং ২৬ বছরের কম বয়সীরা এইডস ব্যতীত কোনো পরামর্শপত্র ছাড়াই যৌন সম্পর্ক থেকে সংক্রামিত রোগের বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন।
উন্নত দেশ হিসাবে ফ্রান্সের সরকার নাগরিকদের জন্য নানা রকম সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করে থাকে । তার সর্বশেষ সংযোজন হতে যাচছে বিনামূল্যের কনডম বিতরন। যেহেতু ১৮ বছর পর সেসব দেশের নাগরিকরা স্বাধীন এবং তাদের সমাজে অবাধ যৌনতা বিদ্যমান। নারী-পুরুষ নির্বিশেষ পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে কোন সময়-যে কারো সাথে যৌন মিলন করতে পারে , আর তাই সেখানে অবাধ যৌন সম্পর্কের কারনে যৌন সংক্রামক রোগের হারও অনেক বেশী। জনগনকে এসব রোগের হাত থেকে রক্ষা করতেই সরকারের এ ধরনের পদক্ষেপ । তবে, মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন,একাধিক ও অবিশ্বস্ত যৌন সংগী পরিহার এবং বিবাহপূর্ব যৌন সম্পর্ককে নিরুৎসাহিত করে বা বিবাহপূর্ব যৌন সম্পর্ক পরিহার করেও এ সব সমস্যার প্রতিবিধান করা যায় যা ভোগবাদী সমাজে অলীক কল্পনা মাত্র। কারন, সেখানে নর-নারী সবাই, " ধর তক্তা,মার পেরেক " নীতিতে বিশ্বাসী। তাদের কাছে ভোগই জীবন, সংযম জীবনের গতিহীনতার নাম। কারন, তারা প্রগতিশীল ও আধুনিক।
ইসলাম ধর্মে তথা মুসলিম সমাজে অবাধ যৌনতা শুধু নিষিদ্ধ নয় বরং তাকে নৈতিকতা বিরোধী ও চারিত্রিক শুদ্ধতার বিরোধী হিসাবেও বিবেচনা করা হয়। ইসলামে বিবাহপূর্ব যৌন সম্পর্ককে শুধু নিরুৎসাহিতই করা হয়নি, এর সাথে সাথে এ জাতীয় ঘৃণ্য কাজের জন্য কঠোর শাস্তি বিধানের ঘোষনাও দেয়া হয়েছে। সকল প্রকার যৌন বাহিত রোগ থেকে রক্ষা,চারিত্রিক শুদ্ধতা বজায় রাখা, বংশানুক্রমিক ধারাবাহিকতা রক্ষা ও জন্ম পবিত্রতা রক্ষা ও অপ্রত্যাশিত জন্মের রোধের জন্য সকলেরই অবাধ যৌনতা ও বিবাহপূর্ব যৌন সম্পর্ক পরিহার করা উচিত।
=========
পূর্ববতী পোস্ট
" মধুর বচন " - ২ - Click This Link
" মধুর বচন " - ১ - Click This Link
তথ্যসূত্র -
১।France makes condoms free for 18 to 25 year olds - https://www.bbc.com/news/world-europe-63915467
২।Macron announces free condoms for 18- to 25-year-olds in France - Click This Link
৩।France to make condoms free for anyone under 25, Macron says - Click This Link
৪। বিনামূল্যে যুবক-যুবতীদের কনডম দেবে ফ্রান্স - লিংক - Click This Link