
আজ বিশ্ব মা দিবস। এ নিয়ে মিডিয়ায় যেমন হইচই, তেমনি আমাদেরও চলছে মায়ের প্রতি আমাদের আবেগ আর ভালোবাসার বন্যা। কিন্তু যে জন্মদাত্রী মা আমাদেরকে অনেক কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন, তাকে ভালোবাসার কি একটা নির্দিষ্ট দিন হতে পারে? মায়ের তুলনা মা। বিশ্বের প্রতিটা মানুষই কোন না কোন মায়ের সন্তান। সবাই যদি নূন্যতম ভালোবাসা-শ্রদ্ধাও মাকে দেয়, পৃথিবীর মায়েদের চোখের পানি পড়ত না সন্তানের দেয়া কষ্টে। অথচ সংবাদপত্রে দেখতে হয়, আজও মায়েদেক কানতে হয় নিষ্ঠুর সন্তানের আঘাতে।
আমরা কি কোন না কোন অন্যায়ভাবে মাকে কষ্ট দিচ্ছি না, দেই না? হয়ত মনের অজান্তেই দিয়ে দিয়েছি কোন ব্যথা, কিন্তু মমতাময়ী মা সেটাকে আড়াল করে হয়ত একাকি কেঁদেছেন, তবুও সন্তানকে বোঝাতে দেন নাই! যে মা জন্ম থেকে কষ্ট করে লালন-পালন করেন, সেই মাকেই আমরা বড় হয়ে লাঞ্চনা-গন্জনা দিতে কুন্ঠাবোধ করি না। আজ যাদের মা নেই তাদের কষ্টটা বুঝতেছি প্রবাসে এসে। এদের মত হতভাগ্য আর কেউ নাই, যদিও অনেক সন্তানই আছেন, মা চলে গেলেই সব ঝামেলা থেকে মুক্ত, এমন সন্তানদের জন্য রইলো ধিক্কার। মা কথাটা মনে হলেই অপার এক শান্তিতে ভরে ওঠে মন। যা ভাষায় প্রকাশ করা যাবে না। শত কষ্ট-হতাশার মাঝেও মায়ের একটু কথা কানে আসলেই টনিকের মত লাগে, হতাশার মাঝেও প্রশান্তি আসে মনে। এই পোষ্টটা লেখার আগেই কথা বললাম মায়ের সাথে, আজ কত দুরে অথচ মায়ের স্নেহমাখা কথায় মনে হয় মাথায় হাত বুলিয়ে দিলেন। তবে আমার মতে , মাকে ভালোবাসার জন্য কোন স্পেশাল দিন ক্ষন হতে পারে না, মাকে ভালোবাসার জন্য কোন উপলক্ষ/কারন লাগে না। মা, শুধু মা-ই। যাকে সারা জনম ভালোবেসে শ্রদ্ধা করেও শেষ করা যাবে না। যাবে না তার কোন ঋন পরিশোধ করা। আসুন সবাই প্রতিজ্ঞা করি, নিজের শত কষ্টের মাঝেও কেউ মাকে কষ্ট দেব না, কারন পবিত্র কোরআন-হাদিছেও মার প্রতি অপরিসীম গুরত্ব ও মর্যাদা দেওয়া হয়েছে। আর মাকে কষ্ট দিয়ে কেউ কখনও সুখী হতে পারবেন না। পরিশেষে সকল মাকে সালাম ও শ্রদ্ধা রইলো!!!!! ভালো থাকুক সকল মা, অন্তত কোন মাকে যে নিষ্ঠুর সন্তানের আঘাতে আর কাঁদতে না হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




