মনে আছে, সেই অক্টোপাসের কথা, যে বক্স থেকে খাবার খেত, সেই বক্স এ লাগানো পতাকার দেশ বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করে। জার্মানী যে হেরেছিলো সেটাও ঠিক ছিল। জার্মানীর কাছে ইংল্যান্ড হারবে, আর্জেন্টিনা হারবে সেটাও মিলে গিয়েছিল।
এবার হতচ্ছাড়া অক্টোপাস নিজ দেশরে ডুবাইলো কারন এবার সে স্পেনের পতাকা লাগানো বক্স থেকে খাবার নিয়েছে।
যদিও আমি এই ব্যাটা পলের খাবার গ্রহন আর বিশ্বকাপে খেলা জেতার সংযোগ পুরাপুরি কাকতালিয় মনে হয়, এরপর দেখা যাক এবারের ভবিষ্যত বানীও মেলে কিনা।
গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন