সূত্রঃ Click This Link
------
দেশের শেয়ারবাজারে এখন প্রতিদিনই দরপতনের রেকর্ড ভাঙছে। গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৬০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল। কিন্তু গতকাল সোমবার মাত্র ৫০ মিনিটেই আগের দিনের রেকর্ড ভেঙে মূল্যসূচক ৬৬০ পয়েন্টেরও বেশি কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল ১০ জানুয়ারি ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ৬৬০ পয়েন্ট বা ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। আগের দিন ৯ জানুয়ারি রোববার কমেছিল ৬০০ পয়েন্ট বা ৭ দশমিক ৭৬ শতাংশ।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর সাধারণ মূল্যসূচক প্রায় ৫৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছিল। আর ৮ ডিসেম্বর এক ঘণ্টায় সাড়ে ৫০০ পয়েন্টের বেশি কমেছিল সূচক। তা ছাড়া ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির সময় ৫ নভেম্বর এক দিনে সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ছয় শতাংশের মতো সূচক কমেছিল।
এদিকে চলতি বছরের সাত কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে বছরের প্রথম কার্যদিবস (২ জানুয়ারি) রোববার ব্যতীত বাকি সব দিনই মূল্যসূচক কমেছে। এ দিন সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছিল। এ ছাড়া ৩ জানুয়ারি সোমবার সাধারণ সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট, মঙ্গলবার ২০৪ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট ও বৃহস্পতিবার ২১৩ পয়েন্ট। সব মিলে বছরের সাত কার্যদিবসে ডিএসই সূচক হারিয়েছে প্রায় এক হাজার ৮০৯ পয়েন্ট।
----
ভয়াবহ পতনে মুখ থুবড়ে পড়েছে শেয়ার মার্কেট, এখনি কোন কার্যকর ব্যবস্থা না নিলে বিশেষতঃ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে আমাদের অর্থনীতির চাকার গতি ও মন্থর হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




