১
সকালে ব্রায়ানের কেবিনে গিয়ে ওর মা দেখল ব্রায়ান মেঝেতে উপুর হয়ে পরে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে হাসপাতালের নার্সকে ডাকতে লাগল আর ছেলেকে বুকে জরিয়ে ধরে ডাকতে লাগল। গতকাল রাতেই ছেলের সাথে কথা বলে বাড়ী ফিরেছিল ওর মা।
২
ডাক্তার ব্রায়ানকে চেক করে মৃত ঘোষণা করল, তবে কেন মেঝেতে পরেছিল সেটা বলতা পারল না। ময়না তদন্ত ছাড়া কিছু বলতে রাজীও হল না পুলিশকে।
৩
ময়না তদন্তে দেখা গেল তার মৃত্যুর কারণ সিভিয়ার বোনমেরো ইনফেকশন এবং পাওয়া গেল তার পাজরের হাড়ে ট্রান্সপ্লানটেশনের চিহ্ন। আরও জানা গেল প্রচন্ড জ্বর নিয়েই সে হাসপাতালে ভর্তি হয়েছিল গতকাল রাতেই। আর আজ সকালেই এই অবস্থা।
৪
ময়না তদন্ত করা পুলিশের ডাক্তার সন্দেহ প্রকাশ করল খুব সম্ভবত এই বোনমেরো ট্রানসপ্লেনটেশন থেকেই ইফেকশনের উৎপত্তি, এবং সেই বিষয়ে আরও খোজ খবর করে জানা গেল যেই সময়ে তার এই অপারেশন করা হয়েছিল তখন ব্রায়ানের হেলথ ইনসুরেন্স ছিল না তার পরেও এই ব্যয়বহুল অপারেশন করা হয়েছিল ক্লিমেড হাসপাতালের ডা: জনসন হুবার্ট।
৫
ডা: জনসন এর কাছ থেকে সেরকম উল্লেখযোগ্য কোন সূত্র বা তথ্য জানা না গেলেও ডিটেকভিকরা এই তথ্য পেল এই হাসপাতালে ব্রায়ানই নয় আরও অনেকেরই এই ব্যয়বহুল অপারেশন করা হয়েছে ইনসুরেন্স না থাকাতেও। তবে তিনি জানাজেল বছরে প্রায় ১৫ মিলিয়ন ডলার অনুদান পেয়ে থাকে তার হাসপাতাল এবং সেখান থেকেই এই জাতীয় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
৬
ইউলিয়াম ফ্রেকও এই রকমই ১৮ বছর বয়সী ক্লিমেড হাসপাতলের সেবা গ্রহণকারী এক রোগী যেকিনা ডা: ফ্রিকের কাছে চির কৃতজ্ঞ, কারণ তার পায়ের হাড় পরিবর্তনা না করে দিলে সেকোনদিনই আর হাটতে পারত না সেই যদি না ১৬ বছর বয়সে ডা: জনসন তাকে সাহায্য না করত। কিন্তু বর্তমানে সে ক্যান্সারে আক্রান্ত।
৭
অনেক অনুসন্ধানের পরে ডিটেকটিভরা জানতে পারল হাডসন ফিউনারেল হোমসের মি: কারটসের সাথে এই হাসপাতেলের ডা: জনসনের এক ফোনালাপের সম্পর্ক আছে
এবং দেখতে পেল ব্রায়ান এবং ইউলিয়ামের যেদিন অপারেশন করা হয়েছে তার সপ্তাহখানের আগেই তাদের সাথে কথোপকথন হয়েছে।
৮
হাডসন ফিউনারেলে নজরদারী বারানোর পরে দেখা গেল যেদিন কোন মৃতদেহ পোড়ানোর কোন সূচী থাকে সেদিন ক্লিমেড হাসপাতলের পল রবসন নামক এক নার্সকে ফিউনারেল হোমসে আসতে দেখা যায়। পলকে গ্রেফতারের পর জানা গেল সে এইসব মৃতদেহ থেকেই টিস্যু এবং বোন সংগ্রহ করে ক্লিমেস হাসপাতেলে নিয়া যেত বোন ট্রান্সপ্লানটেশনের জন্য মৃতের আত্মীয়দের অনুমতি ছাড়াই।
৯
ডা: জনসন এবং মি: কারটসকে গ্রফতার করে বিচারের সম্মুখিন করা হল। আওভোযোগ আনা হল মানব হত্যা এবং চুরির।
১০
বিচারে ডা: জনসন এবং মি: কারটসকে জুরীরা নিরাপরাধ বলে রায় দিল এবং তাদেরকে ছেড়ে দেয়া হল।
কেন তাদেরকে ছেড়ে দেয়া হল বলে আপনার মনে হয়?
সূত্র: ল এন্ড অর্ডার টিভি সিরিয়াল থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




