তোমাদের ছাড়া এবার ঈদ করতে হবে ভাবতেই পারছি না।বাসায় গিয়ে তোমাদের দখবো না! খালি ঘরটাতে কিভাবে ঢুকব? ছোট ভাইটা আমার আশায় বসে আছে...."তুমি কখন আসছো?"
ও না থাকলে এবার বাড়ি যেতামই না, কসম! যাওয়া শুধু ওরই জন্য। আপুনি টাও শ্বশুর বাড়ি। একদমই ভাল্লাগছেনা।
জানো, শুনলে হয়ত হাসবে,তবুও বলি, এয়ারপোর্টের দিকে তাকালেই আমার খালি কান্না পায়। এত্ত বড় হয়েছি, তাও!
এই প্রথম ঈদে কোনো নতুন পোষাক পড়ব না, দুটা বই কিনেছি, এই তিন দিনে শেষ করার চেষ্টা করব। আপুনির পিচ্চটার জন্য অনেক নতুন জামা কিনেছি।ওর হয়ত আকিকাও হয়ে যাবে তোমদের ছাড়া, আমার একটুও ভাল লাগছে না! তোমারা আসার পর আকিকা হলে কি কোনো ক্ষতি হতো?
তাড়াতাড়ি চলা এসো।নিরাপদে থেকো, ভালো থেকো।আমাদের জন্য একটুও মন খারাপ কোরো না! আম্মা-আব্বা,দূর থেকেই ঈদের সালাম করলাম,দোয়া কোরো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




