অনেক ভয়ে ভয়ে জীবনের প্রথম ব্লগ লিখছি... ভুলত্রুটি হলে ক্ষমা করে দিয়েন।
ইংরজী বিষয়টা আমি ছোটবেলা থেকেই ভয়/ অপছন্দ পেয়ে/করে আসছি আর এখন যখন সারাক্ষন ইংরেজী শুনতে হয় আশেপাশে তখন এটা আরো বেশী করে অপছন্দ করা শুরু করেছি। ছোটবেলায় ইংরেজি শুধু মুখস্থ করতাম। কখনই ভালোলাগার জন্য পড়িনি। এ কারণে কখনই আমি ইংরেজীতে ভালো ছিলাম না। এই ভালো না লাগাটা যত দিন গেছে ততই বেড়েছে। এ ভয়টা আরো বাড়ে, ক্লাস নাইনে একবার ইংরেজীতে খুবই খারাপ করার পরে। আমি এই একটি কারণে ইংরেজী গল্পবই পড়িনা।অথচ ভাগ্যের কি অপূর্ব পরিহাস যে এখন সারাদিন সেই ইংরেজীই পড়তে হয়, বলতেও হয়।
তবে আমি ইংরেজী সিনেমার ভীষন ভক্ত।। সময় পেলেই আমি সিনেমা দেখি যার বেশীরভাগই ইংরেজী... তবে এটা আমার ইংরেজী প্রীতি কিনা এব্যাপারে আমার নিজেরই সন্দেহ আছে কেননা আমি ইংরেজী সিনেমা দেখি ওদের ভালো কাহিনী, মেকিং, আর সুন্দর অভিনয়ের জন্য। অবশ্য এমন না যে অন্য ভাষার মুভির কাহিনী, মেকিং আর অভিনয় ভালো না। সমস্ত বিষয়টাই স্ববিরোধী।
জানি না এটা আশার বিষয় না ভয়ের বিষয় যে আমার এ ভীতি/অপছন্দ আস্তে আস্তে কমতে শুরু করেছে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




