নিজ দায়িত্বে পড়বেন। কমন পরলে আমি দায়ী না।
১.
এক লোক চাকুরীর ইন্টারভিউ এর জন্য ম্যানেজারের রুমে ঢুকেছে। ম্যানেজার তাকে দেখেই বলল, আমাদের কোম্পানীতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সবচেয়ে বেশি জোর দেই। আমি আশা করছি আপনি দরজার বাইরে রাখা পা-পোশে পা মুছে আমার ঘরে ঢুকেছেন?
অবশ্যই স্যার, আমিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি স্যার- লোকটি বলল।
আমরা আরেকটি জিনিসের উপরে সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি, সেটা হচ্ছে সত্যবাদীতা। দরজার ওপাশে কোন পা-পোশই ছিলনা।
২.
উকিল এক সাক্ষীকে জিজ্ঞাসা করছে, আপনার বয়স কত? মনে রাখবেন, আপনি কিন্তু শপথ করেছেন সত্য বলার।
সাক্ষী: একুশ বছর আর কিছু মাস।
উকিল: কত মাস?
সাক্ষী: একশ আট মাস।
৩.
এক মহিলা কাস্টোমার একদিন এক বইয়ের দোকানে গিয়েছে প্রথমবার কোন বই কিনতে।
মহিলা: আমি একটি গল্পের বই কিনতে চাই।
দোকানদার: অবশ্যই ম্যাডাম। বলুন, বইয়ের নাম অথবা লেখকের নাম বলুন?
মহিলা: আমি আসলে তেমন কোন বইয়ের নাম জানিনা। আপনি ভালো দেখে একটি বই দিন।
দোকানদার: কোন সমস্যা নেই। তা, আপনি কী হালকা না ভারী ধরনের বই পছন্দ করেন ম্যাডাম?
মহিলা: হালকা-ভারী কোন বিষয় না। আমার গাড়ি নিয়ে এসেছি।
৪.
কর্মচারী: স্যার।
বস: কি বলবে বলে ফেল।
কর্মচারী: আমি কি সামনের সপ্তাহে একদিন ছুটি পেতে পারি দয়া করে? আমার বউ আর ছয় বাচ্চার জন্য ঈদ পরবর্তী কেনাকাটা করব।
বস: অবশ্যই না।
কর্মচারী: আমি জানতাম, আপনি বুঝবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাকে এরকম একটা বিপদ থেকে বাঁচানোর জন্য।
৫.
এক যুবক এক পশুপাখির দোকেনে গিয়েছে। জিজ্ঞাসা করলো, আপনাদের কাছে কি ৩৮৭টি তেলাপোকা, ১৮টি ধেড়ে ইদুর আর ৫টি চিকা হবে?
দোকানী বলল, দু:খিত আমাদের কাছে শুধু ইদুর আছে। একটা কথা জিজ্ঞাসা করবও স্যার?
যুবক: করুন।
দোকানী: আপনি এগুলো দিয়ে কি করবেন?
যুবক: আমাকে আজ সকলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিয়েছে আর বাড়িওয়ালা বলেছে যে আমাকে তার ফ্ল্যাট আমি যেরকম পেয়েছিলাম ঠিক সেরকম অবস্থায় রেখে যেতে।
৬.
"উঠে পড়ো", আজগরের মা চিৎকার করে বললেন। "স্কুলের দেরি হয়ে যাবে।"
আজগর: কিন্তু মা, আমি স্কুলে যেতে চাইনা। সবগুলা বাচ্চা বদের বদ, মাস্টারগুলাও খচ্চর আর সবাই খুবই বোরিং। এরচেয়ে আমি বাসায় থাকি, সে-ই ভালো।
মা: কিন্তু তোর বয়সতো তেতাল্লিশ আর তুইতো স্কুলের হেডমাস্টার। তোকেতো যেতেই হবে।
৭.
ছোট্ট মইন তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা 'রাগ' আর 'ক্রোধ' এর মধ্যে পার্থক্য কী?
বাবা: হুমম, দাড়া আমি তোকে বাস্তব উদাহরণ দিচ্ছি, দ্যাখ।
বাবা ল্যান্ডফোনটি নিয়ে একটি নম্বরে ডায়াল করলো। একজন লোক ফোনটি রিসিভ করলো। 'হ্যালো' লোকটি বলল।
মইনের বাবা: হ্যালো, আনোয়ার আছে?
লোকটি বলল, আনোয়ার নামে এখানে কেউ থাকেনা। ফোন করার আগে নম্বর চেক করে ফোন করবেন। বলেই ফোনটি রেখে দিল।
'দেখলি, লোকটা ফোনটি পেয়ে বিরক্ত হয়েছ। এবার দ্যাখ।' মইনের বাবা মইনকে বলল।
উনি একই নাম্বার আবার ডায়াল করলেন। রিসিভ করার পরে বললেন, 'হ্যালো, আনোয়ার আছে?'
লোকটি রাগান্বিত হয়ে বলল, 'দেখুন, আমি আপনাকে একবার বলেছি যে এখানে আনোয়ার নামে কেউ থাকেনা। আপনারতো বেজায় সাহস, আপনি আবার আমাকে ফোন করেছেন।'
'শুনলি, একে বলে রাগ।' মইনের বাবা মইনকে বলল। 'এবার তোকে দেখাই ক্রোধ কাকে বলে।'
মইনের বাবা একই নাম্বার আবার ডায়াল করলেন। রিসিভ করার পরে উনি বললেন,' হ্যালো, আমি আনোয়ার বলছি। আমার কি কোন ফোন এসেছিল আপনার কাছে?'
তারপরে কী হতে পারে আন্দাজ করুন আর সেটাই হচ্ছে ক্রোধ।
বি:দ্র: রীডার্স ডাইজেস্ট থেকে অনুবাদকৃত।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




