প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিৰা সমাপনী পরীৰায় সারাদেশের মধ্যে ঢাকার ভিকারম্নননিসা নূন স্কুল ও কলেজের স্থান প্রথম। এছাড়া সারাদেশের শীর্ষ ১০ বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকার মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় এবং ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অবস্থান তৃতীয়। এ তালিকায় ঢাকা জেলা থেকে স্থান পেয়েছে পাঁচটি বিদ্যালয়। চট্টগ্রাম জেলা থেকে তিনটি, কুমিলস্না ও খুলনা জেলা থেকে একটি করে বিদ্যালয় স্থান পেয়েছে। সেরা ১০-এ স্থান পাওয়া সব বিদ্যালয়েই পাসের হার শতভাগ। তালিকায় প্রথম স্থান পাওয়া ভিকারম্নননিসা নূন স্কুল ও কলেজ থেকে ১৫শ' ২১ পরীৰার্থী পরীৰায় অংশ নেয়। এর মধ্যে ১৫শ' ১৬ ছাত্রীই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাকি ৫ জন পেয়েছে দ্বিতীয় বিভাগ। মণিপুর উচ্চ বিদ্যালয়ে থেকে পরীৰায় অংশ নেয়া ছাত্রছাত্রীর সংখ্যা ১১শ' ৫৯ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১১শ' ২৬ জন। বাকি ৩৩ জন দ্বিতীয় বিভাগে পাস করেছে। মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ থেকে মোট ৯শ' ৬৫ পরীৰাথর্ী পরীৰায় অংশ নেয়। এর মধ্যে প্রথম বিভাগ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৯শ' ৬২ জন। ৩ জন পেয়েছে দ্বিতীয় বিভাগ।
দেশের সেরা দশের চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকার মতিঝিলের ন্যাশনাল আইডিয়াল স্কুল। এ স্কুল থেকে ৫শ' ৭ জন পরীৰার্থী অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৪শ' ৯৮ ছাত্রছাত্রী। ৯ জন দ্বিতীয় বিভাগে পাস করেছে। তালিকায় ৫ম স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ। এ প্রতিষ্ঠান থেকে মোট ৪শ' ৬০ পরীৰার্থী পরীৰায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪শ' ২৫ জন প্রথম বিভাগ, ৩৩ জন দ্বিতীয় বিভাগ এবং ২ জন ছাত্রছাত্রী তৃতীয় বিভাগে পাস করেছে। ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে পরীৰায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৪শ' ২৭ জন এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৪শ' ১৬ জন। ১১ জন পেয়েছে দ্বিতীয় বিভাগ। ৭ম স্থানে রয়েছে কুমিলস্না জেলার সদর উপজেলার কুমিলস্না মডার্ন সু্কল। এ স্কুল থেকে মোট ৪শ' ৫৬ জন ছাত্রছাত্রী পরীৰায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ৩শ' ৯৩ জন। দ্বিতীয় বিভাগে ৫৯ জন এবং তৃতীয় বিভাগে পাস করেছে ৪ জন। এ তালিকার অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম কোতোয়ালি থানার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে পরীৰায় অংশ নেয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৩শ' ৪৭জন। এর মধ্যে ৩৩৭ পরীৰার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাকি ১০ জন পেয়েছে তৃতীয় বিভাগ। ৯ম স্থানে রয়েছে চট্টগ্রামে কোতোয়ালি থানার ডা. খাসত্মগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৩শ'২৫ জন পরীৰার্থী অংশ নিয়ে সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ১০ম স্থানে রয়েছে খুলনা বিভাগ থেকে একমাত্র স্থান পাওয়া সদর থানার খুলনা জিলা স্কুল। এ স্কুল থেকে মোট ৩শ' ৩১ জন ছাত্রছাত্রী পরীৰায় অংশ নিয়ে ৩শ' ১১ জন প্রথম বিভাগে পাস করেছে। এছাড়া দ্বিতীয় বিভাগে১৫ জন এবং তৃতীয় বিভাগে ৫জন পরীৰার্থী উত্তীর্ণ হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




