somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

ধর্ষণ কিংবা দর্শন

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর পারলাম না চুপ থাকতে। ধর্ষণ নিয়ে আন্দোলনের মাঝে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এর দাওয়াই খাইলাম। সেটা হজম না হতেই শমী কায়সারের বিয়ার খবর কোরামিন ইন্জেকশান ধরায়ে দিলো। আর যায় কই পাবলিক হেই হেই কইরা উঠলো। একেতো নারী, তার উপ্রে সেলিব্রেটি তার চাইতে ও বড় কথা বয়স পঞ্চাশ...........। আর পায় কই আমাগোরে!! সব সানডে মানডে কইরা ছুটলো শমীর পিছনে!! আরে ভাইজানরা, শমী আপু পঞ্চাশে বিয়া করে নাকি সত্তরে সেটা একান্ত তার বিষয়। সেখানে আমি আপনি কে নাক গলানোর???

শুভকামনা শমী কায়সার।

যাক আসি আসল কথায়, এবার আমারে কেউ একটু বুঝান, এতোদিন পর্যন্ত দেখতাম সুন্দরী পাইয়া, কোলের শিশুরা ধর্ষণ করতো একলা পাইয়া। এখন আমাগো সূর্য সন্তানরা আরেক ধাপ আগাইয়া গেছে......... স্বামীর সামনে থেইকা বউরে কাইড়া নেয়, মায়েরে নেয় সন্তানের সামনে থেইকা। আরো আছে প্রতিবন্ধী বা পাগল কেউই দেখি রক্ষা পাইতেছে না। এগুলা কিসের আলামত, একটু কইবেন?? সব কি ভাদ্র মাসের পাগলা কুত্তা হইয়া গেছে কিনা জানবার মন চায়।

এইগুলা, রাতদিন মোবাইলে ব্লু ফিল্ম দেইখা, রাস্তা ঘাটে মাস্তানী কইরা মাথা যদি আউলা হয় তয় দৈালতদিয়া ঘাটে যাইয়া বইসা থাক। ভদ্র সমাজে তোদের বাস থাকার কথা না। আগে বিশ্বাস করতাম অশিক্ষিত বাস ড্রাইভার, হেল্পার, বাটপাররা মাইয়া মানুষ দেখলে মাথা খারাপ হয় এখন দেখি শিক্ষিত শু...রগুলা কম যায় না।

এর কারন কি, কেন এইগুলা এমন পাগলা কুত্তা হইছে, কারন

- বিচারহীনতা: এ পর্যন্ত ধর্ষন এর পর কোন মেয়ে বিচার পাইছে?? আমার জানা নাই। উল্টা রাস্তায় রাস্তায় হয়রানীর শিকার হইছে বিচার চাইতে যাইয়া। কারন যারা ধর্ষণ করে তারা ক্ষমতাবান। তাগো বিরুদ্ধে লড়ার মত বুকের পাটা নাই এই অসহায় পরিবারগুলার।

- অসীম ক্ষমতা : এই মাস্তান গুলা এতোবেশী ক্ষমতাধর যে তারা ধরাকে সরা জ্ঞান করে। "আমার বা.. ও কেউ ছিঁড়তে পারবে না" এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যেকোন কাজ করতে পিছ পা হয় না। আর এসব অপরাধ তারা একদিনে করেনি। দীর্ঘদিন ধরে করে আসছে। অপরাধ করতে করতে তাদের সাহস আকাশ ছুয়ে গেছে। তারা যেনে গেছে তাদের কিছুই হবে না, কেউ তাদের কিছু করতে পারবে না।

- পারিবারিক শিক্ষার অভাব: তবে আমি বলবো তাদের মা বাব অসম্ভব লোভী। ছেলে মেয়ের প্রথম বিপথে যাবার হাতে খড়ি মা ও বাবার হাতে। তারা যদি দেখে তাদের মা বাবা লোভী কিংবা তাদের অন্যায় দেখেও চুপ থাকে তাহলে সে ছেলে খারাপ হতে বাধ্য। আমার বিশ্বাস এ বেজন্মাদের মা বাবা বিশাল গর্ববোধ করতো যে ছেলেগুলা মাস্তান এবং তারা এর এডভান্টেজ নিতো। দেখেন গিয়ে ওইগুলার মা বাপ গর্বভরে বলতো আমার পোলা আওয়ামী লীগের বিশাল পজিশানে আছে। তারপর কেউ তাগোরে তেল দিতো আর বাকিরা ডরাইতো।

-
-


নীচে আমার বোনের একটা লিখা শেয়ার করলাম, যে একটা সরকারী হাসপাতালে গাইনী বিভাগে কাজ করে। অনেক দু:খে কষ্টে এগুলো শেয়ার করতে বাধ্য হই।

"কয়েক বছর আগের একটা ঘটনা আজ শেয়ার করছি। একজন widow, 65-70 years হবে, তার ছেলে-মেয়েরা আমার চেম্বারে ওনাকে নিয়ে আসে,,,complained of excessive P/V bleeding,, পুকুর ঘাটে পরে যেয়ে injury হয়েছে। severe anaemia with shock. আমি তাড়াতাড়ি OT তে নিতে বলে নিজেই pt কে নিয়ে OT তে ঢুকলাম। examined করে তো আমার আক্কেল গুরুম। whole of vagina lacerated,,, posterior fornix ছিড়ে vault পর্যন্ত চলে গেছে। কি ভয়ংকর,,, বিভৎস..!! আমার সন্দেহ হলো, পড়ে যেয়ে এতো injury হতে পারেনা,,,, কিছু না বলে খুব কষ্ট করে reconstruction of vagina operation শেষ করে পরদিন গোপনে রোগী কে জিজ্ঞেস করলাম, এই বয়স্ক মানুষটার যে বিভৎস বর্ণনা শুনলাম,,, ভরদুপুরে পুকুর ঘাটে যাওয়ার পথে ৩/৪ জন নরপশু গ্রামের পাশে জংগলে rape করে,,, menopausal old lady তারউপরে widow,,,, short&squse vagina,, ২/৩ জন হাত ঢুকায়ে আগে ছিড়ে বড় করে তারপর... কি ভয়াবহ,,, কিন্তু উনি লোক লজ্জার ভয়ে- বড় বড় ছেলে - মেয়ে - ছেলের বউ-মেয়ে জামাই - নাতি নাতনী আছে, তাই ঘাটে পড়ে যাওয়ার কথা বলেছে,, আমার হাত ধরে অনেক অনুনয় করলো,, আমি যাতে ওনার পরিবারের এমনকি কাউকে কিছু না বলি, ওনাদের ই সন্মান হানি হবে।।। "

-
-
-
ধর্ষণে ফাসিঁর সিদ্ধান্ত হয়েছে। আমার মতে সে আইন অবিলম্বে কার্যকর করা উচিত। আর শুধু ফাসিঁই না, এগুলারে জনমের মতো ধর্ষণের সাধ মিটানোর ব্যবস্থা করা হোক। এরকম কয়েকটারে জনসম্মুখে শায়েস্তা করলে বাকিগুলারও ধর্ষণ করার সাধ মিটবে জনমের মতো।


[দু:খিত পুরো লিখায় অনেক খারাপ কথা লিখার জন্য, নিজের রাগ ঝাড়ার আর কোন পথ দেখছি না। তাই লিখাই বেছে নিলাম}
-
-
-

দেখতে দেখতে এক বছর হয়ে গেল আবরার চলে যাবার। এখনো মনে করি ওই অসহায় মুখকে। এখনো রাত হলে আমি শুনতে পাই আবরারের চিৎকার, " মাগো, মাগো, মাগো............."। ভালো থাকো আবরার, ওপারে ভালো থাকো।

এক বুক কস্ট নিয়ে বেচেঁ আছি...
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:০৯
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

রম্য : মদ্যপান !

লিখেছেন গেছো দাদা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রখ্যাত শায়র মীর্জা গালিব একদিন তাঁর বোতল নিয়ে মসজিদে বসে মদ্যপান করছিলেন। বেশ মৌতাতে রয়েছেন তিনি। এদিকে মুসল্লিদের নজরে পড়েছে এই ঘটনা। তখন মুসল্লীরা রে রে করে এসে তাকে... ...বাকিটুকু পড়ুন

মেঘ ভাসে - বৃষ্টি নামে

লিখেছেন লাইলী আরজুমান খানম লায়লা, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেই ছোট বেলার কথা। চৈত্রের দাবানলে আমাদের বিরাট পুকুর প্রায় শুকিয়ে যায় যায় অবস্থা। আশেপাশের জমিজমা শুকিয়ে ফেটে চৌচির। গরমে আমাদের শীতল কুয়া হঠাৎই অশীতল হয়ে উঠলো। আম, জাম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×