আমার বাসা কেরাণীগঞ্জ। আমাদের এলাকাতে কোন ওয়াইম্যাক্স নেটওয়ার্ক নাই।
অবশেষে টেলিটক ৩জি নেটওয়ার্ক ছাড়ল। ছাড়ার ২ দিন পরে ৯০০টাকা দিয়ে আমি একটা সিম কিনে ফেললাম। কিন্তু আমাদের এলাকায় এসে দেখি নেটওয়ার্ক পায় না।
অনেক দুঃখ পাইলাম। কিন্তু ২০ দিন আগে হঠাত্ মোডেম এ দেখি টেলিটক এর নেটওয়ার্ক পাইতাছে। অবশেষে আমার স্বপ্ন সত্যি হইল। মোডেম এ টেলিটক নেটওয়ার্ক এ ১থেকে২ টা স্টিক থাকে। কিন্তু আমার সাধের মোবাইল এ এখনও আমার এলাকায় ৩জি নেটওয়ার্ক আসে না। রাজধানীর ভিতরে আসলে মোবাইল এ ৩জি নেটওয়ার্ক পাই।
যাই হউক আসল কথাই আছি আমি টেলিটক ৫১২কেবিপিএস এর একটা প্যাকেজ নিলাম। কিন্তু নেটওয়ার্ক এর ১/২টা স্টিক দেখাইলেও আমি স্পীড পাই ৮৫০কেপিপিএস
কথা হইল আমাদের এলাকার ভাল কোন আইএসপি নাই। এইখানে যা পাইতাছি তাই অনেক। এরপর প্রত্যাশার চেয়ে বেশি নেটস্পিড। তবে কথা হইল ইন্টারনেট ভাল হইলেও টেলিটকের ভয়েস কোয়ালিটি নিচে নাইমা গেছে। একজায়গায় কল দিতে হইলে ৪-৫বার নাম্বার টিপা লাগে
পরিশেষে একটা উপসংহার মুলক কথা কই, টেলিটক এর নেটওয়ার্ক আর সার্ভিস আরেকটু ভালা করন দরকার। কোন কোম্পানি এখনও ৩জি পায় নাই। এই সুযোগে ওরা সারা দেশে ওদের বিজনেস বাড়াতে পারে। এই জন্য ওদের প্রচারও বাড়ান দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




