এক সময় পুলিশ বলতে আমাদের মনে ভেসে উঠত ঘুষ খেকো পেটমোটা অফিসার আর তার কিছু চেলা সাঙ্গপাঙ্গ যারা সবসময় ঘুষ নিতে কোন সুযোগ মিস করে না। একজন পুলিস কনেস্টবলের বেতন৯০০০ টাকা। আপনি নিজে চিন্তা করেন ৯০০০টাকা দিয়া আপনি একটা পুরো সপ্তাহ একটা পরিবার চালাতে পারবেন নাকি।
গত কয়েকদিনে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে সেটা হল আপনারা সবাই আন্দোলন করলেন।নিরাপত্তার জন্য পুলিশ সব সময় আপনাদের পাহাড়া দিয়ে রাখছে। দেশের সব জায়গায় জামাত শিবিরকে প্রতিরোধ করতেছে পুলিশ। পুলিশ প্রতিরোধ না করলে দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আপনার আমার জীবনের নিরাপত্তা একেবারে শূন্যের কোঠায় নেমে আসত। কোন ঘটনা ঘটলে আমরা এখন সবার আগে পুলিসের কাছে যাই। আপনারা হয়ত বলবেন পুলিশ সরকারের বাহিনী বিরোধী দলকে সরকার দমন করার জন্য পুলিশ নামাইছে। কিন্তু কোনবার কি দেখেছেন পুলিশ এইভাবে মৃত্যুবরণ করে? তারা তো ওদের প্রতিরোধ বন্ধ করে নিজের জীবন বাচাতে পারত তাই না? কিন্তু তারা তাদের নিজের জীবনের ঝুকি নিয়ে জামাত শিবিরকে প্রতিরোধ করছে।
মনে রাখবেন স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ আসে রাজারবাগ পুলিশ লাইন থেকে। তখনকার পুলিশরা তাদের সামান্য সামর্থ নিয়ে প্রতিরোধ তৈরি করে সবাই মৃত্যুবরণ করে। শিবিরকে প্রতিরোধ করতে গিয়ে যত পুলিশ শহীদ হইছে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানাচ্ছি। ।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




