অনেকদিন থেকেই কোন পোস্ট দিচ্ছিনা। সে অনেক কারন। অনেক কাজ করতে হয়। কাজের পর যে সময় পাওয়া যায় সেটাতে কার্টুন আর গেম। গেমই খেলি বেশি। কার্টুন গেমের ধারে কাছেও নাই।
যাই হোক।
যত বড় হচ্ছি তত ব্যাস্ত হচ্ছি। সামনে বিয়েরও প্লান করছি যদিও পছন্দ নাই কাউকে (আগ্রহীরা ....
আসলে ব্লগিং করার মত কোন সময় নাই আমার। যদি এমন হত যে ব্লগকে আমার পিএস৩ অথবা এন্ড্রোয়েড আর সাথে কানেক্ট করতে পারতাম আর প্রতিটা একটিভিটিই হত এক একটা পোস্ট তাহলে অন্য কথা ছিল। যাককা।
ভাল থাকেন সবাই। আল্লহ হাফেজ।
আজ থেকে আমি ব্লগিং এর চৌরাস্তা টপকিয়ে গেলাম। এটাই শেষ। এটা লিখতেই আমার অনেক সময় ম্যানেজ করতে হল
ও আর একজন আমাকে বলেছিলেন গেম কিনতে পাইরেটেডটা না খেলতে। তাকে বলতে চাই। আমি পিএস৩ ক্র্যাক করিনি। লাইসেন্সড গেমই খেলি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




