আসেন দেখেন আমাদের বাংলা ছবির চেয়ে হলিউডের ছবি কত নিম্ন মানের
ভুলে ভরা হলিউডের মুভি দেখতে দেখতে বিরক্ত?কিন্তু জানেননা কি সেই ভুল?
www.moviemistakes.com
বাকিরা কই
মিসটেক গেল, এখন আপনার মনে হইতেই পারে আপনি এখন রইয়াছেন মুভি মিসটেক ওয়েবে কিন্তু পৃথিবির আপামর জনতা অনলাইনে কি করিতেছে। খোজ নেয়ার জন্য এখনই দৌরান মানে ব্রাউজ করুন এই ওয়েবসাটটি। এখানে দেখিতে পা্রিবেন বিশ্বের তাবত ভাই ব্রাদারেরা (সাথে বইনেরাও) সবচেয়ে বেশি কোন সাইটগুলাতে যায়।শুধু তাইনা আমরা বংগবাসি সবচাইতে ঢু মারি কোন সাইটগুলাতে তাও জানা যাইবে।জানিলে দুঃখ পাইবেন এই লিস্টে আমাগো সামুর সিরিয়াল ১০ এ আর পুত্তম আলু ৭
www.alexa.com
সব জান্তা
হায় হায়রে পৃথিবীতে কত কিছু ঘইটা গেল আর আমি দৌরাইতাছি কে কই যায় এই নিয়া। ভয় নাই এহনি আপনেরে পাঠাইতাছি যে ঠিকানায় সেইখানে পাইবেন এখন পৃথিবীতে আমাগো কয়জন ভাই ব্রাদার আছে, লগে কয়জন প্লাস মাইনাস হইতাছে।আরও আছে এই বৎসর কয়জন ভাই মোবাইল, কম্পু কিনল, কয়জন আমার মত ব্লগে আজাইরা পোস্ট দিল, কতগুলা ইমেইল চালাচালি হইল, কয়জন মোটা হইল, কতটুকু পানি খাইয়া শেষ কইরা ফেলাইল, ওসমান গনির চেলারা কতটুকু বন খাইল এমন আরও হাবিজাবি পরিসংখান (পরি-সংখান আছে জ্বীনসংখান নাই কেন, পরি মাইয়া বইলা?
www.worldometers.info
এইডস টেস্ট (মিলনের আগে কন…ব্যাবহার করুন, ওয়েব ভিসিটের আগে এই সাইটটি ব্যাবহার করুন)
ওহ ভাল কথা এত সাইটে আমরা ঘুইরা বেরাতেছি কিন্তু একবারও কি টেস্ট করছি তারা ভেজাইল্লা কিনা, মানে তাদের অন্তরে অসুখ বিসুখ বাসা বাইধা আছে কিনা। আরে ধুর এখনো বোঝে না।এর মানে হইল ওয়েবসাইটটারে সিকিউরিটি টেস্টে ফালান লাগব। এরা আমাগো নেতা নেত্রীগো মত ক্লিন ইমেজের কিনা যাচাই করার জন্য এই ডায়াগনস্টীক সেন্টার থুক্কু ওয়েব সাইটটা দর্শন করিতে পারেন।
www.urlvoid.com
ঘরের শত্রু বিভিষন
এত সতর্ক হইয়া তাং ফাং করার পরো যদি ধরা খান তাইলে ধরা খাইবেন আপনার অনিরাপদ ব্রাউজারের বেইমানির লাইগা।যদি সেই হয় বিভিষন, তাই সীতারে হারানোর আগে নিজের ব্রাউজার আগে চেক করেন আর বিভিষন খেদান
bcheck.scanit.be/bcheck
এডভান্সড লারনার্স ইমোটীকন্স
আহ শান্তি! ফেসবুক টেস্ট কইরা দেখি কোন ঝামেলা নাই।এক্কেবারে কিলিন! কিন্তু ঝামেলায় পরলা্ম চেটাইতে (চ্যাট)গিয়া।
হাতের লেখা সুন্দর করুন (পড়ুন ফন্ট সুন্দর করুন)
http://cooltext.com/Fonts-3D
ওহহো…ওরেতো চিঠি পাঠাইতে হইব।সুন্দর ঝকঝকে লেখা দিয়া।হাতে অবশ্যই না।রক্ত দিয়াতো পরের কাথা।কারন আমি ডিজিটাল বাংলাদেশের মানুষ।ডিজিটাল হাতের লেখা দিমু।তাই যোগাযোগ করা দরকার এই ঠিকানায়, হেতেগো কাছে আছে হাজার (একটু বেশি হইয়া গেল) ফন্ট।তাগো হেল্পু নিয়া, ফটোশপে এডিট কইরা তারে পাঠামু চিঠি আর জানামু গুলবানু আমি তোমারে...
www.text-symbols.com
ইমেইল তুমি কুতায় যাও? সেকি তোমাকে পড়িয়া দেখিবে?
কিন্তু গুলবানু ডিজিটাল চিঠিটা(ই-মেইল) পাইছে কিনা জানমু কেমনে?নিশ্চিত হমু কেমতে? কেন “অয়” আছে না? অয় কেডা?আরে অয় মানে এই সাইটটা।অইখানে যা বেবাক ফকফকা হইয়া যাইব।
www.spypig.com
বাপদাদার প্রাইজবন্ড কি কছু আছে
বেবাকতো ফকফকা হইল, কিন্তু পকেটতো গড়ের মাঠ (গড় কি?
www.prizebond.marssil.com
এইডা কেডা?
উহ আর ভাললাগে না।ছেকা খাইয়া এহন আমার কাজ নেটে গুতাগুতি করা। ইদানিং কি একটা সাইট আইছে “বাধ ভাইংগা গেলে যে আওয়াজ হয়” (আর কোন আওয়াজ পাইল না, কতইতো আওয়াজ আছে, কুত্তার ডাক, বিলাইয়ের ডাক
www.who.is
একটি আজাইরা এড্রেস
বারকোড জেনারেটর।এইডা যে আমাগো কি কামে লাগব হেইডা বুঝতে পারতাসিনা।তাও আবার কয় একদম ফ্রি! এমনেই ব্যাবহার করি না আবার টাকা লওয়ার ধান্দা নাকি? ফ্রিতে দিবি না তো কেমনে দিবি?
Click This Link
একটি বোনাস
বিশ্বের প্রথম ওয়েবসাইট কি ভিসিট করেছেন আপনি? কি এখনো করেন নাই? কোন চিন্তা নাই, দিতে হবে না সামুতে কোন সাহায্য পোস্ট, দেয়া হবে না কাউকে ভাব নেয়ার সুযোগ। সোজা লিংকে ক্লিকান আর আমারে একটা থ্যাঙ্কস দেন।
info.cern.ch
পরিশেষ
ধেত্তরি কি এক আজাইরা পোস্ট দিল আর আমিও ভুদাইয়ের মত পরতে গেলাম।
ভাই তাইলে আমি জানায়া দেই ব্লগে ব্যাবহৃত বিভিন্ন ইমো পাইবেন এই সাইট। ঐখানকার SW কোডটা মন্তব্যের যায়গায় কপি মারলেই কাম সাবার।
www.gullee.com
সবশেষে বিশেষ কৃতজ্ঞতা সামুর বিভিন্ন ব্লগারদের বিভিন্ন পোস্টের প্রতি (লিংক দিমুনা দিলে ভাব বাইরা যাইতে পারে), সাথে আরও অনেকে (কাদের কাছ থেকে যে কোনটা জানতে পারছি মনে নাই) এবং সবাইরে ধইন্যা
(দ্বিতীয় পর্ব)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




