বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
কবি সংবিধানের জন্য ক্ষতিকর
শব্দ রাষ্টের জন্য হানিকর
আর তাই রাষ্ট প্রধান বলে দিলো
অস্ত্রের মুখে দেশ চালাবো প্রোয়জন নেই কোনো কবির।
ঘোষণা পত্র এলো
কবি পাপী, অছুত, অনিষ্ট কারী
কবিকে নির্বাসন দাও
কবির জীবন মূল্যহীন।
কি হবে শব্দ বুনে
সময়ের পাতায় কাব্য লিখে?
কবিতা কি ভাত দেবে
ক্ষুধার্ত পেটে বুটের আঘাত
বুলেটের নির্মম ঝংকারে
কবিতা কি বুক চিতিয়ে দাঁড়াবে?
এই যে পূর্ণ চাঁদের গল্প
নষ্ট ফুলের কাব্য
এসব অপ্রজোনীয়।
বেঁচে থাকার স্লোগানে চাঁদের সংজ্ঞা কই?
জীবন সংগ্রামে ফুল পিষে মারতে হয়।
ওসব মেয়ে ভোলানো ছক, বেহায়াপনা আর কি
কবির জীবন নষ্ট, মূল্যহীন।
কবিকে পিষে মারো, ফাঁশির কাষ্টে তোলো
দেহটাকে ছিন্নভীন্ন করে ফেলো
কবিকে মৃত্যু দাও, শেষ নিশ্বাস পর্যন্ত জ্বালাও।
কবি তবু লিখে চলে...
বেহিসাবি ঋণের বোঝা বাড়িয়ে
সমস্ত নোংরা গালি হজম করে
রক্ত চক্ষু উপেক্ষা করে
রাইফেল কে ভতশনা করে
সাংসারিক দায় অবজ্ঞা করে
প্রেমিকার সমস্ত আহাজারি ভুলে
কবি লিখতে থাকে...
কোনো একদিন শব্দের ক্রোন্দলে পাথর বুকে আঘাত হানবে
ঘুমিয়ে থাকা বুকে দ্রোহ জাগাবে
পাপিষ্ট শরীর ভালোবাসায় ভাসাবে
হৃদয় জুড়ে প্রেমের তুমুল শ্লোগান তুলবে,
কেবল এই আশায় কবি শব্দ ভাঙ্গে, শব্দ গড়ে
সকল অনর্থক শব্দে শীর্ণ শহরের ছবি আঁকে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




