আবার দেখা হবে
রঙিন ভোর আসবে
পথ থেকে পথে হেটে যাবো
বন্ধুদের সাথে আড্ডা গানে।
হৃদয় আনন্দে ভরে উঠবে
আশার স্রোত সর্বত্র
উত্তেজনা প্রবাহিত থাকবে।
স্বপ্নের বীজ বপন হবে
একটি নতুন সূচনা হবে।
আবার ফিরবো তোমাদের ভীরে
নিকোটিন ঠোঁটে,চায়ের কাপে।
পার্টি হবে রাতভর
লেখা হবে জীবনের গল্প।
হেঁটে যাবো দূর বহুদূর
খুঁজবো প্রকৃতির ভালোবাসা।
বাকিটুকু পড়ুন

