বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
আমি তোমাদের ঘৃণা করি
শুনতে পাচ্ছো! হ্যা তোমাদেরকেয় বলছি
খরাক্লিষ্টে শুকিয়ে গেছে আমার ঠোঁট
নইলে থুতু ছিটিয়ে দিতাম তোমাদের মুখে
মূত্রবাণে বিসর্জন দিতাম হে ভ্রষ্টা রাষ্ট্র
ক্ষমতা লোভী সিংহাসন
নির্বোধ জনতা, নগ্ন সভ্যতা
আমি তোমাদের ঘৃণা করি।
আমি তোমাদের ঘৃণা করি
ধূলি মাখা কাঁদা, নরম গালিচা
রেড কার্পেট, কালো রাজপথ
দাম্ভিক দালান, ভিক্ষারি ফুটপাথ
আমি তোমাদের ঘৃণা করি।
আর কত মুখ বুঝে সইবে
দেহ বিকিয়ে বাঁচবে
হাড়- মাংস চিবিয়ে খাবে
হে বুদ্ধিবেশ্যা, নষ্ট বীর্য মাখা পতিতা
বেজন্মা দালাল, জারজ নেতা
আমি তোমাদের ঘৃণা করি।
আমার অন্তরে থোকায় থোকায় জমেছে তিক্ততা
দাতের গোড়ায় গোড়ায় বিষ
তোমাদের ঐ পচা দেহে কামড়াতেও
আমার বড্ড ঘেন্না লাগে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




