বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
আমি কখনো আত্মহত্যা করবো না
কারণ আমি মৃত্যু ভয় পাই
রক্তক্ষয়ী কোন যুদ্ধে আমার বীরত্ব গাঁথা থাকবে না
কারণ ঐ একটাই আমি মৃত্যুকে ভয় পাই।
তাই এই নির্বোধ গণতন্ত্রের দেশে
নিরীহ জনগণের লেবাস পড়ে ঘুরে-বেড়াই।
তোমাদের শাসনের ভারে আমার কাঁধ নুয়ে পড়ে
তোমাদের নিয়ম কানুন শৃঙ্খল
শিকলের মত আমায় জরিয়ে রাখে।
তোমাদের নগ্ন রাইফেল, তপ্ত বুলেট
মানবতার শরীর পুরিয়ে ফেলা কামান
পায়ের তলায় বিবেক পিষে মারা ভারি শক্ত বুট
তোমাদের সামনে আমি নতজানু।
ঐ রক্ত চক্ষুকে আমি ভীষণ ভয় করি
স্বভাব-বশেই আমার জিহ্বা বেরিয়ে আসে
আমি ক্ষমতার পা চাটি,
ভক্তিতে তৃপ্ত তোমাদের হাত
মাথার উপর পড়লেই আমি নিয়মমাফিক
তোমাদের পক্ষে ভুগিয়ে উঠি।
আমি ভালোছেলে, আহেতুক বাজে কাজে জরায় না
গলির মোড়ে কে জেনো শিষ দিলো
আমি ফিরেও তাকায় না
চলন্ত বাসে যুবতীর রাসালো শরীরে অচেনা হাত ঘুরেফেরে
আমি ঘাড় ঘুরিয়ে নেই
রাষ্ট্রের আত্তচিতকারে বধির হয়ে যাই।
দিন শেষে ঘরে ফিরে আসি
লম্বা শাওয়ার নেই
সমস্ত দায়বদ্ধতা ধুয়েফেলি
তারপর ঘুমিয়ে যাই, আহ- কি শান্তির ঘুম।
পরদিন সকালে গরম চায়ের কাপে গরম খবর গিলি
ছেড়া নগ্ন দেহ, ক্ষত বিক্ষত লাশ
ক্ষমাতার উচ্চ হাসি, আমি কেপে উঠি
ছল্কে উঠে দুফোটা চা কাপ গড়িয়ে পড়ে।
সব ভুলে নিত্যদিনের ব্যস্ততায় নিজেকে সাজাই
চুল আঁচড়াতে গিয়ে মনে পড়ে
আজ নিশি ডেকেছে, বলেছে ফাঁকা বাড়ী
আমার ভেতরে তীব্র শিহরণ জাগে
ঠোটের কোল জুড়ে জায়গা পায় প্রসস্ত হাসি।
নিজেকে এক পলক দেখতে গিয়ে থমকে দাড়ায়
আমার সামনে সম্পূর্ণ এক আমি
নিজের পরিচিত রুপ দেখে ঘেন্না লাগে
আমারি আয়না আদলের মুখে একদলা থুতু ছিটিয়ে
নির্দ্বিধায় নিজেকে শোনাই এইতো বেশ ভালো আছি।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




