বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
ছেনাল সময়, নগ্ন অতীত
জারজ বর্তমান, বেওয়ারিশ ভবিষ্যৎ।
ধর্ষিত মানচিত্র রক্তে রঞ্জিত
তীব্র ব্যথারবাণে ভেশে একটি পতাকার জন্ম।
অথচ, আজো স্বাধীনতার পায়ে শিকল
গণতন্ত্রের মুখে পেরেক ঔরস জাতে মতভেদ।
অহ্নংকারি হাসি, মিথ্যা প্রতুসূতি
আড়ালে শিনাচুরি, চোরের মায়ের বড় গলা...।
আস্তিনে পোষ মানে বিষাক্ত সাপ
আঁচলে খোঁজে অলীক সুখ
পেশির বাহাদুরি রসালো দেহের কাড়াকাড়ি।
জীর্ণ দেহে শীর্ণ কাপড়
ক্ষুধার্ত পেটে ক্রোন্দন
অবহেলা অনিহার শোরগোল
তুচ্ছ তাচ্ছিলের শিকার।
লড়াইয়ের মাঠ রাজপথ
বেওয়ারিশ লাশ মর্গে যাপন
হাহাকারের আত্তধ্বনি
লাশের পাহাড়ে ক্ষমতার কাড়াকাড়ি।
হানাহানির তাণ্ডবে
স্বৈর শাসক নৃতে মাতে
সংবাদ পত্র মুখ বন্দি খামে
বিবেক মূষরে থাকে।
কালো পিচে নববধূর লাল আলতা
অপেক্ষারত চোখ স্বপ্ন ভাঙ্গা
নব জাতকের বুকে বুলেটের হানা
তবুও নিত্য বেচা কেনা হয়
আমাদের ভালো থাকা।
শহর জুড়ে পুরা গন্ধ
সূর্য সন্তান ভয়ে মত্ত
প্রতিবাদী শ্লোগান আর হয় না রপ্ত
দ্রোহ নিভে গেছে, শুপ্ত।
রক্তে রঞ্জিত দেশ আজ
রক্তের কালিতেই কলঙ্কিত।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




