বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
ধরো আমি আকাশ, তুমি মেঘ
তোমাকে বুকে আগলে রাখতে আমার কি আকুলতা
তবুও তুমি বৃষ্টি হয়ে ঝরলে
শীতলতা এনে দিলে ধরণীর বুকে
তপ্ত সূর্যের বসবাস আমার সমপূন হৃদয় জুড়ে ।
ধরো তুমি সাগর, আমি নদি
তোমাতে মিশে যেতে আমার কি প্রবল ইচ্ছা
বর্ষার ভরা যৌবনে কলঙ্কের বাঁধ-কূল
ভঙ্গে ছুটে যাই তোমার দিকে
অথচ তুমি ভাটির টানে ফিরে গেলে
না পাওয়ার ব্যথার খরায়
আমার বুকে চর জেগেছে।
বসন্তে ফোটা প্রথম ফুল তুমি
নব্য ফুলের সুবাস নিতে আমার সেকি চঞ্চলতা
অথচ অভিমানের কাটায় আমায় ক্ষত বিক্ষত করলে
রক্ত ঝরা হৃদয় নিয়ে লটকে থাকি
তোমার বিষাদের শুকনো ডালে।
ধরো আমি শিশির, তুমি রোদ্র
ভালোবাসায় তোমায় সিক্ত করবো, আমার প্রবল প্রত্যাশা
অথচ তুমি হৃদয়হীনার মত আমায় পুড়িয়ে দিলে
জ্বলতে জ্বলতে আমার বিনাশ হলো।
তবুও তোমার বাধন থেকে মুক্তি মিলল না
মুক্তি তুমিও পাবে না
যতদিন না এই চিরন্তন প্রেমের আহবানে সারা দেবে
আমরা এ ভাবেই পাশাপাশি থাকবো
জন্মজন্মান্তরের শত্রু হয়ে
কত প্রেম আমাদের মাঝে
চরম বিচ্ছেদেও পৃথিবীর বুকে সৃষ্টি সাজে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




