বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
একদিন সূর্য পুরে যাবে
চাঁদ আলো হারাবে
একদিন আমি থমকে যাবো তোমার চিবুকে জল ঝড়বে।
একদিন শহরের সব ফুল বিবর্ণ হবে
তোমার খোপা শূণ্য পরে থাকবে
অস্ফুটিত হাহাকার ঠোটের ফাঁকে আটকে যাবে ।
একদিন তোমার কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু না
পরিচিত স্বামীর রাতের খোলস
প্রিয় সন্তানের আহ্লাদ, সাংসারিক ব্যস্ততা
উঠোন ভর্তি সুখ, জানালার পাশের বকুল ফুল।
অতীত প্রেমের ঝড়ে সব উবে যাবে
বিদায়ী প্রেমের আর্তনাদে তরকারিতে নুন বাড়বে
পুরাতন প্রেমিকের পালক খুঁজবে সৃতীর ফাঁকে।
ধৌয়া ওঠা ক্যাফেটেরিয়ায়, বর্ষার কদমতলায়
ঘামে ভেজা ট্রাফিক জ্যামে, টি এস সির চত্বরে।
তোমার বুকে ভালবাসার মন্থন করে
একদিন আমি ঘুমিয়ে যাবো।
আমার মৃত্যু সংবাদই তোমার
সুখের ঘরের অসুখ হবে।
সেদিন তুমি কি আসবে!
সাংসারিক দায় অবঙ্গা করে
সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
রতি ক্রিয়ায় ব্যঘাত ঘটিয়ে
স্বামির রক্ত চক্ষু উপেক্ষা করে,
আসবে কি?
দীর্ঘ জীবনের পিপাষা মেটাতে
দু'ফোটা আঁখি জলে
আমার কবর ভেজাতে?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




