বই: এলোমেলো ভাবনা // বেহুলা বাংলা
প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০২০
লেখক : নিজাম উদ্দিন রনি
একটি বিছানার দুটি প্রান্ত
মাঝখানে কাটাযুক্ত শূণ্যতা বিষাক্ত।
অভিমানে ভরা নির্ঘুম চোখ
শব্দহীন পুরুষ্ট ঠোট
অসাড় দেহ, ভালবাসার বিদায়ে হৃদয় শোকাগ্রস্ত।
পিঠে অনুতপ্ত হাতের আসায় দীর্ঘতর রাত
ঘুমহীন চোখে মরে যাওয়া স্বপ্নগুলো
মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের শব্দে
চাপা পরা দীর্ঘ নিঃস্বাস।
অথচো কখনো এখানে ভালবাসার বৃষ্টি হত
নিত্য নতুন স্বপ্ন বুনা হত
মুগ্ধ হয়ে ঝড়তো প্রেম প্রলাপ।
কখনো এখানে চাষ হত বিশুদ্ধ আবেগের, বিশ্বাসের।
তখনো একি আকাসে একি চাঁদ উঠতো
তখোনো এখানে বসন্ত আসত
শীত ঘুরতো, গ্রীষ্মের প্রখরতাও ছিল সিদ্ধ।
তখন এখানে নখের আচর দাগ কাটতো
কামনায় ঠোট ডুবতো
দুটি মনের মিলনে ফুল ফুটতো।
আজ সম্পূর্ণ বুক নিসঙ্গতায় ভরপুর।
একি আকাশ মাথার ওপরে
একি চাঁদ আলাদা আলাদা চোখে অসম্পূর্ণ, একা।
আজ এখানে দুঃখ ঝরে, কষ্ট ঝরে, অবিশ্বাস ঝরে।
সাংসারিক শান্তি চুক্তিতে বাড়ে স্তব্দতা
আড়াল হয় চোখের জল
বাড়ে পাহার সমান ব্যস্ততা
অনুযোগের নির্বাক শব্দ।
বাড়তে থাকা রাতে গাঢ় হয় অন্ধকার
নিকোটিনের ধৌয়া আর বোবা কান্নায় ভেজা
বালিশ জানে কতটা নির্মম এই আধার রাত।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




