#২০২০
কালো মানুষ,তোমার নাম কি?
জর্জ ফ্লয়েড।
বাকি নাম গুলো বলবে না?
আমি জানি তোমার অনেক নাম...
তুমি আমেরিকায় লুথার কিং
তুমি আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা
তুমি জার্মানিতে ওউরি জালহ
তুমি ব্রিটেনে মার্ক ডুগান...
তুমি বারবার আসো,এই পৃথিবীর বুকে
সাদা অক্ষম মানুষকে বুঝানোর জন্য।
হে অক্ষম সাদা মানুষ বুঝবে কবে?
আমরা সৃষ্টির সবাই সমান
আমরা সকলেই রক্তে মাংসে গড়া
তবে কেন এতো ভেদাভেদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




