## জগৎসার
চেনা জগৎসার সেই চেনা জন্মস্থান
ঊষার লগনে সবুজের ক্ষেতে
গরু আর লাঙল কাদে
হাঁটিয়া গিয়াছে চাষা।
দুই চোখ ভরে দেখিয়াছি
পূবের সূর্য আর গোধূলির আলো।
কান পেতে কত শুনিয়াছি
পাখিদের কলতান।
পড়াশুনা করেছি হারিকেনের আলোয়
ঘুমিয়েছি দাদুর বলা গল্পে।
খেলাধুলায় মেতেছি মায়ের বকুনি কত খেয়েছি
অবেলায় বই হাতে পড়ার বান ধরেছি।
বুকে টান লাগে জোছনার বানে
মাঝির নৌকার পালে।
সেই দিন গুলো আজ হারিয়ে গিয়েছে
সময়ের বাকে আর যান্ত্রিকতার মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




